অপরাধ ডেস্ক:
জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারসহ আটক দলটির নয়জন নেতাকর্মীর বিরুদ্ধে সন্ত্রাসদমন বিরোধী আইনে মামলা দায়ের করা হয়েছে।
মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) রাজধানীর ভাটারা থানায় তাদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়।
সোমবার (৬ সেপ্টেম্বর) রাজধানীর ভাটারা এলাকা থেকে তাদেরকে গ্রেফতারের পর ডিসি আসাদুজ্জামান বলেন, জামায়াতের নেতারা একটি বাসায় গোপন বৈঠকে মিলিত হয়েছিলেন। বৈঠকে তারা রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র ও নাশকতার পরিকল্পনা করছিলেন। গোপন সংবাদে বৈঠকের খবর জানতে পেরে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।
অভিযানে আটকরা হলেন-জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, অ্যাসিস্টেন্ট সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ, রফিকুল ইসলাম খান, নির্বাহী পরিষদ সদস্য ইজ্জত উল্লাহ, মোবারক হোসেন, আব্দুর রব, ছাত্র শিবিরের সাবেক সভাপতি ইয়াসিন আরাফাত, জামায়াতের কর্মী মনিরুল ইসলাম ও আবুল কালাম।
বিএসডি/আইপি