অর্থনীতি ডেস্ক:
জাতীয় ক্রিকেট দলের সাবেক কোচ ও বরেণ্য ক্রীড়া লেখক জালাল আহমেদ চৌধুরীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন সাবেক আইসিসি সভাপতি ও অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।
মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায় অর্থ মন্ত্রণালয়।
অর্থমন্ত্রী বলেন, দেশের ক্রিকেটকে এগিয়ে নিতে জালাল আহমেদ চৌধুরীর অসামান্য অবদান রয়েছে। সত্তর ও আশির দশকের একজন ক্রিকেট খেলোয়াড়ের পাশাপাশি তিনি দেশের একজন স্বনামধন্য ক্রিকেট কোচ।
মুস্তফা কামাল বলেন, তিনি শুধু ক্রিকেটার কিংবা ক্রিকেট কোচই ছিলেন না, ছিলেন সফল ক্রীড়া সংগঠক, প্রশিক্ষক, আম্পায়ার, ক্রীড়া সাংবাদিক ও স্বনামধন্য ক্রীড়া লেখক। দায়িত্ব পালন করেছেন বিসিবির গেম ডেভেলপমেন্ট বিভাগেও। তার মৃত্যু দেশের ক্রীড়াঙ্গনে এক অপূরণীয় ক্ষতি হয়ে গেল।
শোক বার্তায় অর্থমন্ত্রী মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
জালাল আহমেদ চৌধুরী ফুসফুসের সংক্রমণ ও শ্বাসকষ্টের সমস্যায় ভুগে মঙ্গলবার বেলা ১১টার দিকে মারা গেছেন।
বিএসডি/আইপি