নিজস্ব প্রতিনিধি:
সিলেটের ফেঞ্চুগঞ্জের কুশিয়ারা নদীতে জেলেদের জালে ১০০ কেজি ওজনের একটি বাঘাইড় মাছ ধরা পড়েছে। সোমবার (২৭ সেপ্টেম্বর) ভোরে মাছটি ধরা পড়ে।
মাছটি কিনে সিলেট নগরের লালবাজারে নিয়ে এসেছেন ব্যবসায়ী মো. আলাউদ্দিন। তিনি মাছটি বিক্রির জন্য এক লাখ টাকা দাম হাঁকছেন।
আলাউদ্দিন জানান, বিশাল আকারের বাঘাইড় মাছটি ফেঞ্চুগঞ্জের কুশিয়ারা নদীতে জেলেদের জালে ধরা পড়ে। সেখান থেকে মাছটি কিনে বিক্রির জন্য তিনি সিলেট নগরের লালবাজারে নিয়ে এসেছেন। এককভাবে কেউ না নিলে মাছটি কেটে কেজি দরে বিক্রি করা হবে।
সরেজমিনে দেখা যায়, বিশাল আকারের বাঘাইড় মাছটি দেখতে লোকজন বাজারে ভিড় করেছেন। অনেকে মাছটি একবার ছুঁয়েও দেখছেন।
সিলেট নগরীর সুবিদবাজার থেকে মাছ কিনতে লালবাজারে আসা রওনক জামান বলেন, বাজারে এতো বড় মাছ কম ওঠে। লোকমুখে বড় বাঘাইড় বাজারে উঠেছে শুনে কিনতে এসেছি। কিন্তু দাম বেশি চাওয়া হচ্ছে। তবে কেজিতে বিক্রি করা হলে কেনার আগ্রহ আছে।
মাছ বিক্রেতা আলাউদ্দিন জানান, তিনি ৬০ হাজার টাকায় মাছটি কিনে এনেছেন। সে অনুপাতে বিক্রির জন্য এক লাখ টাকা দাম চাচ্ছেন। অবশ্যই ৮০ বা ৯০ হাজার টাকা পেলে বিক্রি করে দেবেন। এককভাবে মাছটি কেউ কিনতে না পারলে মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১০টায় মাছটি কেটে বিক্রি করবেন। সেক্ষেত্রে কেজি প্রতি দাম পড়বে দেড় থেকে দুই হাজার টাকা।
কেজি দরে মাছ নিতে এরই মধ্যে আটজন নাম লিখিয়েছেন বলেও জানান তিনি।
বিএসডি/আইপি