একটি অসাধু চক্র সংগঠনের কার্যক্রমকে বাধাগ্রস্ত এবং ক্ষতিগ্রস্ত করছে বলে অভিযোগ করেছে গারো ব্যাপ্টিস্ট কনভেনশন, বাংলাদেশ (জিবিসি)। সংগঠনটি বলছে, চক্রটি সংগঠনকে ধ্বংস করার জন্য একের পর এক নানা ধরনের অপরাধকর্ম চালাচ্ছে।
শনিবার (১৩ নভেম্বর) ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনী মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনটির প্রেসিডেন্ট পাস্টার শৈবাল সাংমা এ অভিযোগ করেন।
লিখিত বক্তব্যে তিনি বলেন, জিবিসি বাংলাদেশে বসবাসরত গারো ব্যাপ্টিস্ট খ্রিস্টান সম্প্রদায়ের ১৩১ বছরের পুরানো ঐতিহ্যবাহী, সর্ববৃহৎ অরাজনৈতিক, অলাভজনক, সেবামূলক এবং সরকারি রেজিস্টার্ড খ্রিস্টান চার্চ ভিত্তিক একটি সংগঠন। যার মূল লক্ষ্য ও উদ্দেশ্য দেশে বসবাসরত গারো খ্রিস্টান সম্প্রদায়ের মানুষের মাঝে আত্মিক উন্নয়নের পাশাপাশি এর কার্যক্রম এলাকার সব ধর্ম-বর্ণের মানুষের সার্বিক জীবন যাত্রার মান উন্নয়ন করা।
তিনি বলেন, বিগত কয়েক বছর ধরে একদল অসাধু স্বার্থান্বেষী চক্র তথাকথিত রেভারেন্ড লিটন গংয়ের নেতৃত্বে জিবিসি বাংলাদেশের বিরুদ্ধে অপকর্ম চালিয়ে এই সংগঠনের ক্ষতি করে যাচ্ছে।
তিনি বলেন, এই চক্র অপকর্মের অংশ হিসেবে সম্প্রতি গারো ব্যাপ্টিস্ট কনভেনশন খ্রিস্টান হেলথ প্রজেক্ট, জয়রামকুড়ার সাংগঠনিক নীতিমালা ‘রেজিস্টার অব জয়েন্ট স্টক কোম্পানি অ্যান্ড ফার্মস’-এর সংশ্লিষ্ট কর্মকর্তাদের সিল, স্বাক্ষর জালিয়াতি করে মিথ্যা ইস্যু নম্বর বানিয়ে ভুয়া সংশোধন করে। ভুয়া সংশোধিত নীতিমালা সরকারের এনজিও অ্যাফেয়ার্স ব্যুরোতে প্রদর্শন করে দ্য গারো ব্যাপ্টিস্ট কনভেনশন খ্রিস্টান হেলথ প্রজেক্ট, জয়রামকুড়ার নামে এনজিও রেজিস্ট্রেশন নিয়ে নেয়।
তিনি আরও বলেন, চক্রটি সমাজের দুষ্টু, লোভীদের সঙ্গে আতাত করে ওই সংগঠনের সম্পদ এবং অনেক স্থাপনা দখল করে রেখেছে। মিথ্যা বানোয়াট তথ্য উপস্থাপন করে একের পর এক মামলা দিয়ে সংগঠনের কেন্দ্রীয় কমিটির নির্বাচিত কর্মকর্তাদের স্বাভাবিক সাংগঠনিক কর্মকাণ্ড পরিচালনায় বাধা সৃষ্টি করছে।
দাবি জানিয়ে তিনি বলেন, এই কুচক্রী মহল জালিয়াতির মাধ্যমে যেসব সাংগঠনিক ভুয়া কাগজপত্র তৈরি করেছে সেগুলো বাতিল করতে হবে। দোষীদের আইনের আওয়াতায় এনে সাজা দিতে হবে। জিবিসি এর কমিটির বিরুদ্ধে দায়ের করা সব মিথ্যা মামলা দ্রুত নিষ্পত্তিসহ এই সংগঠন রক্ষায় রাষ্ট্র এবং সমাজের সচেতন মহলকে এগিয়ে আসতে হবে।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন জিবিসির ভাইস প্রেসিডেন্ট প্রফেসর সমরেন্দ্র রিছিল, জেনারেল সেক্রেটারি রেভা. মনোজ চিসিম প্রমুখ।