বিজ্ঞান ও প্রযুক্তি:
যুক্তরাষ্ট্রের অনলাইন মর্টগেজ কম্পানি বেটার ডটকমের প্রায় ৯০০ কর্মীকে বুধবার একটি জুম কলে যোগ দিতে বলা হয়। তাতে যোগ দিয়ে বড়দিনের ছুটির পরিবর্তে তাঁরা পেলেন চাকরিচ্যুতির খবর। কর্মীদের দক্ষতা, কর্মক্ষমতা ও উৎপাদনশীলতাকে দায়ী করে তিন মিনিটের বক্তৃতার মধ্যে দিয়ে দ্বিতীয় দফায় এমন গণছাঁটাই করলেন প্রতিষ্ঠানটির ভারতীয় বংশোদ্ভূত প্রধান নির্বাহী কর্মকর্তা বিশাল গর্গ।
এ সময় প্রতিষ্ঠানের এক কর্মী ওই জুম কল ভিডিও করেন এবং সেটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেন। বড়দিনের ছুটির ঠিক আগমুহূর্তে এমন ছাঁটাইয়ে ব্যাপক সমালোচনার মুখে পড়েছেন বিশাল গর্গ। ছাঁটাই করা কর্মীর সংখ্যা প্রতিষ্ঠানটির মোট জনবলের ১৫ শতাংশ বলা হলেও প্রকৃত অর্থে এটা ৯ শতাংশ বলে জানিয়েছে বেটার ডটকম।
বিএসডি/জেজে