নিজস্ব প্রতিবেদক,
দেশের মাটিতে তিন ফরম্যাটে প্রতিপক্ষকে হারানোর রেকর্ড থাকলেও বিদেশের মাটিতে এখন পর্যন্ত এমন কোনো জয় তুলে নিতে পারেনি বাংলাদেশ। তবে এবার জিম্বাবুয়ের সফরে সেই সুযোগ দেখা দিয়েছে টাইগারদের সামনে। আজ রবিবার (২৫ জুলাই) শেষ টি-২০ তে জিম্বাবুয়েকে হারালেই সেই বৃত্ত পূরণ হবে।
গত ৭ বছরে ৭ বার বাংলাদেশ সফরে এসেছে আফ্রিকার দেশ জিম্বাবুয়ে। দেশের মাটিতে জিম্বাবুয়েকে হারানোর রেকর্ড থাকলেও, বিদেশের মাটিতে এখনও সে কীর্তি গড়া বাকি। অবশ্য দেশের বাইরে পূর্ণাঙ্গ সিরিজ খেলার সুযোগ খুব কমই আসে সাকিব-মুশফিকদের।
সবশেষ ২০১৮ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তাদের মাটিতে পূর্ণাঙ্গ সিরিজ খেলেছিল বাংলাদেশ। সেবার ওয়ানডে-টি-২০ সিরিজ জিতলেও, টাইগাররা হেরে গিয়েছিল টেস্টে। ২০০৯ সালে খর্ব শক্তির উইন্ডিজ দলকে টেস্ট-ওয়ানডেতে হারালেও টি-২০ সিরিজে হারাতে পারেনি সাকিবের দল।
সেই আক্ষেপ ঘোচানোর সুযোগ এসেছে এবার। জিম্বাবুয়ের বিপক্ষে আগেই টেস্ট ও ওয়ানডে সিরিজ নিশ্চিত করা টাইগাররা গেল ম্যাচেই পারতো এ বৃত্ত পূরণ করতে। কিন্তু দলের ব্যাটিং ব্যর্থতা অপেক্ষা বাড়িয়েছে। তাই শেষ টি-২০ জিতলে,সিরিজ জয়ের সঙ্গে অর্জনের খাতায় যোগ হবে নতুন আরেকটি অধ্যায়।
ডু অর ডাই ম্যাচ, হারলেই সিরিজ হাতছাড়া হয়ে যাবে। তবে দলীয় পরিকল্পনা মাঠে ঠিকঠাক কাজে লাগানো গেলে খুব একটা কষ্টকর হবে না বলে মনে করেন পেসার শরিফুল ইসলাম। মুস্তাফিজের অনুপস্থিতিতে বাড়তি দায়িত্ব নিতেও নিজের প্রস্তুতির কথা জানান এ তরুণ ক্রিকেটার।
ডু অর ডাই ম্যাচ, হারলেই সিরিজ হাতছাড়া হয়ে যাবে। তবে দলীয় পরিকল্পনা মাঠে ঠিকঠাক কাজে লাগানো গেলে খুব একটা কষ্টকর হবে না বলে মনে করেন পেসার শরিফুল ইসলাম। মুস্তাফিজের অনুপস্থিতিতে বাড়তি দায়িত্ব নিতেও নিজের প্রস্তুতির কথা জানান এ তরুণ ক্রিকেটার।
বিএসডি/আইপি