নিজস্ব প্রতিবেদক
ছাত্র-জনতার আন্দোলন পরবর্তীতে নতুন নোট ছাপানোর উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। নতুন নোটে থাকছে না শেখ মুজিবুর রহমানের ছবি। সেখানে যুক্ত হচ্ছে ধর্মীয় স্থাপনা, বাঙালির ঐতিহ্যসহ ‘জুলাই বিপ্লবের গ্রাফিতি’। সব ঠিক থাকলে আগামী ঈদুল আজহার আগে জুলাই বিপ্লবের গ্রাফিতিযুক্ত নোট বাজারে আসার সম্ভাবনা রয়েছে।
রোববার (৮ ডিসেম্বর) বাংলাদেশ ব্যাংকের ৪৩৮তম বোর্ড সভায় নকশা পরিবর্তনের বিষয়টি অনুমোদন পেয়েছে বলে নিশ্চিত করেছেন বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক হুসনে আরা শিখা।
জানা গেছে, প্রতি বছরের জন্য নির্দিষ্ট পরিমাণ টাকা মুদ্রণ বা উৎপাদন করে বাংলাদেশ ব্যাংকের ভল্টে রেখে দেওয়া হয়। প্রয়োজন অনুযায়ী সেখান থেকে যখন নির্দিষ্ট পরিমাণ টাকা বাজারে ছাড়া হয়। তার আগে টাকা প্রিন্ট করে রাখা হয়। বাজারে না ছাড়লে বাংলাদেশ ব্যাংকের মানি সার্কুলেশন প্রতিবেদনে যোগ করা হয় ভল্টের টাকা।
হুসনে আরা শিখা বলেন, বোর্ডে এবি ব্যাংকসহ বেশ কয়েকটি ব্যাংকের জরিমানা মওকুফের বিষয় ওঠানো হয় কিন্তু অনুমোদন করা হয়নি। অন্যদিকে অগ্রণী ব্যাংকে ব্যাংক কোম্পানি আইনের ১০৯ ধারার ১১ উপ-ধারা অনুযায়ী জরিমানা আরোপের বিষয়টি অনুমোদন হয়েছে। সাধারণত ৩ লাখ থেকে ৩০ লাখ টাকা পর্যন্ত জরিমানা করার বিধান রয়েছে।
মুখপাত্র জানান, বেসরকারি সীমান্ত ব্যাংক প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে পুঁজিবাজার থেকে মূলধন সংগ্রহের সময়সীমা বাড়ানোর আবেদন করেছিল। এটা ২০২৬ সালের জুন পর্যন্ত সময় বাড়িয়ে দিয়েছে পর্ষদ।
বাংলাদেশ ব্যাংকের একজন ডেপুটি গভর্নর নাম প্রকাশ না করার শর্তে জানান, বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের উচ্চশিক্ষার জন্য ‘বাংলাদেশ ব্যাংক উচ্চশিক্ষা নীতিমালা-২০২৪’, একই গেজেটভুক্ত জ্যেষ্ঠ ও কনিষ্ঠ কর্মকর্তার মধ্যে সৃষ্ট বেতন বৈষম্য দূরীকরণ এবং বাংলাদেশ ব্যাংকে সহকারী পরিচালক এবং কর্মকর্তা পদে সরাসরি নিয়োগপ্রাপ্তদের শিক্ষাগত যোগ্যতা, উৎকর্ষতার ভিত্তিতে প্রদেয় অতিরিক্ত ইনক্রিমেন্ট সুবিধা পুনর্বহালের প্রস্তাবে প্রাথমিক অনুমোদন মিলেছে। তবে চূড়ান্ত করতে নানা ধাপ খতিয়ে দেখা হবে।
জানা গেছে, বর্তমানে বাংলাদেশের ১, ২, ৫, ১০, ২০, ৫০, ১০০, ৫০০ ও ১০০০ টাকার ১০টি কাগুজে নোট প্রচলন আছে। এর মধ্যে ২ টাকা থেকে শুরু করে ১০০০ টাকা পর্যন্ত সব কাগুজে নোটে শেখ মুজিবুর রহমানের ছবি আছে। কোনো কোনো নোটের দুই পাশে শেখ মুজিবের ছবি রয়েছে। এ ছাড়া ধাতব মুদ্রাগুলোতেও তার ছবি আছে। আগামীতে নোট ছাপানোর সময় এ ছবি বাদ দেওয়া হবে।