ফাইল ছবি
নিজস্ব প্রতিবেদক:
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ট্রাকচাপায় দেলোয়ার হোসেন আব্দুল্লাহ (৫০) নামে এক কলেজশিক্ষক নিহত হয়েছেন। শনিবার দুপুর সাড়ে বারটার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত কলেজ শিক্ষক দেলোয়ার নাসিরনগর উপজেলার পূর্বভাগ ইউনিয়নের আব্দুল সুবহানের ছেলে। তিনি আখাউড়া উপজেলার রানীকার সৈয়দ এমদাদুল বারী গাউছিয়া আলিম মাদ্রাসার কলেজ শাখার ইসলামের ইতিহাস বিভাগের প্রভাষক ছিলেন।
নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, শুক্রবার মাদ্রাসা বন্ধ থাকায় ছুটি কাটাতে নিজ উপজেলা নাসিরনগরের পূর্বভাগ ইউনিয়নের ভুবন গ্রামে চলে আসেন দেলোয়ার। শনিবার দুপুর ১২টার দিকে একটি সিএনজি দিয়ে কর্মস্থল আখাউড়া যাওয়ার জন্য যাত্রা করেন। কিন্তু ব্রাহ্মণবাড়িয়া শহরে একই স্থানে বিএনপি ও ছাত্রলীগের সমাবেশ ডাকায় প্রশাসন ১৪৪ ধারা জারি করে। ওই শিক্ষক সরাইল উপজেলার কুট্টাপাড়া পৌঁছা মাত্রই পুলিশ সিএনজি থামিয়ে চেক করতে থাকে। তখন ওই শিক্ষক সিএনজি থেকে নেমে যায়। রাস্তা পারাপার হতে গেলে বিপরীত দিক থেকে আসা একটি মহেন্দ্র ট্রাক চাপা দিলে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে জানতে চাইলে সরাইল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শিহাবুর রহমান বলেন, ‘আমরা ব্রাহ্মণবাড়িয়া শহরে আছি। সড়ক দুর্ঘটনার বিষয়ে কোনো তথ্য জানা নেই।’
বিএসডি/ এলএল