আন্তর্জাতিক ডেস্ক
ইউক্রেনকে সমর্থন দিয়ে যাওয়ার বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ইউরোপীয়দের সঙ্গে থাকার আহ্বান জানিয়েছেন জার্মান চ্যান্সেলর ফ্রিডরিশ ম্যার্ৎস। ইতালির রাজধানী রোমে অনুষ্ঠিত দুদিনব্যাপী ‘ইউক্রেন রিকভারি কনফারেন্সে’ এই আহ্বান জানিয়েছেন তিনি।
ইউক্রেনের পুনর্গঠনের জন্য বেসরকারি ও রাজনৈতিক সহযোগিতা নিয়ে আলোচনা করতে ইতালিতে ‘ইউক্রেন রিকভারি কনফারেন্স’ অনুষ্ঠিত হচ্ছে। ইউরোপের বিভিন্ন দেশের নেতারা এই সম্মেলনে অংশ নিয়েছেন।
ওয়াশিংটন ডিসি এবং ডোনাল্ড ট্রাম্পকে উদ্দেশ্য করে জার্মান চ্যান্সেলর ম্যার্ৎস বলেন, আমাদের সঙ্গে থাকুন, ইউরোপীয়দের সঙ্গে থাকুন। আমরা একই জায়গায় দাঁড়িয়ে আছি এবং আমরা বিশ্বে একটি স্থিতিশীল রাজনৈতিক অবস্থার সন্ধান করছি।’
সম্মেলনে রাশিয়ার প্রেসডেন্ট ভ্লাদিমির পুতিনের উদ্দেশ্যেও বার্তা দেন চ্যান্সেলর মার্ৎস। তিনি বলেন, ‘‘আমরা হাল ছাড়ব না।’’
এদিকে, ডোনাল্ড ট্রাম্পের নতুন করে শুল্ক আরোপের মধ্যেই বুধবার ইউরোপীয় ইউনিয়ন বলেছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে খুব দ্রুত শুল্ক নিয়ে সমঝোতায় পৌঁছাবে তারা। ট্রাম্পের নতুন বাণিজ্যনীতি ইতোমধ্যে বিশ্ব অর্থনীতিকে বিপদে ফেলেছে।
মঙ্গলবার ট্রাম্প এক ঘোষণায় বলেছিলেন, আমদানিকৃত তামার ওপর ৫০ শতাংশ শুল্ক আরোপ করবে আমেরিকা। এছাড়াও সেমিকন্ডাক্টর এবং ওষুধপ্রস্তুতকারী শিল্পের ওপর নতুন করে কর বসানোর ঘোষণা দিয়েছেন তিনি।
জাপান, দক্ষিণ কোরিয়াসহ একাধিক দেশে চিঠি পাঠানোর পর বুধবার নতুন ছয়টি দেশে শুল্ক আরোপের চিঠি দিয়েছেন ট্রাম্প। এর মধ্যে আছে আলজেরিয়া (৩০ শতাংশ), ব্রুনেই (২৫ শতাংশ), ইরাক (৩০ শতাংশ), লিবিয়া (৩০ শতাংশ), মলদোভা (২০ শতাংশ) এবং ফিলিপাইন (২০ শতাংশ)।
এর আগে ট্রাম্প বলেন, বুধবার সকালের মধ্যে আরও সাতটি দেশে তার চিঠি পৌঁছাবে। খুব দ্রুত অন্যান্য দেশেও পাঠানো হবে নতুন নির্ধারিত শুল্কের চিঠি। তিনি বলেন, ইইউর সঙ্গে শুল্ক নিয়ে আলোচনা খুব ভালো এগোচ্ছে।