বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক:
ডিভাইস বা অ্যাপের ফিচার হিসাবে ‘ডার্ক মোড’ এখন আর বিরল কিছু নয়। এতে চোখের ওপর স্ক্রিনের তীব্র নীল আলোর চাপ যেমন কমে, তেমনি দীর্ঘায়ু হয় ডিভাইসের ব্যাটারি। অ্যান্ড্রয়েড, আইওএস, পিসি এবং ম্যাকসহ প্লাটফরম ভেদে প্রায় ডিভাইস বা অ্যাপেই এখন ডার্ক মোড সুবিধা মেলে। মাইক্রোব্লগিং সাইট টুইটারে ডার্ক মোড ফিচার নিয়ে এসেছে প্রতিষ্ঠানটি। ঘরের আলো কম থাকলে স্বয়ংক্রিয়ভাবে কালো রঙের স্ক্রিন চালু হবে টুইটারে।
ফোনে ডার্ক মোড ফিচারটি চালুর জন্য টুইটার অ্যাকাউন্টে প্রবেশ করে প্রোফাইল ছবি ট্যাপ করে নেভিগেশন বার চালু করতে হবে। এবার সেটিংস অ্যান্ড প্রাইভেসি বাটনে ক্লিক করে অ্যাকসেসিবিলিটি, ডিসপ্লে অ্যান্ড ল্যাঙ্গুয়েজেস অপশনে ক্লিক করতে হবে। এরপর ডিসপ্লে অ্যান্ড সাউন্ড বাটনে ক্লিক করে ডার্ক মোড ট্যাপ করে মেনু অপশন চালু করতে হবে। এবার ডার্ক মোড চালু করে থিম অপশনে থাকা ডিম বা লাইটস আউট নির্বাচন করতে হবে।
বিএসডি/ এলএল