প্রশাসনিক স্বার্থে নয়জন কর্মচারীকে নিজ কর্মস্থল থেকে অন্য শাখায় বদলি করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)।
মঙ্গলবার (১৬ নভেম্বর) ঢাকা উত্তর সিটি করপোরেশন সূত্রে এ তথ্য জানা গেছে। এর আগে এই নয়জন কর্মচারীকে বদলি সংক্রান্ত একটি নির্দেশনা দেন ডিএনসিসির সচিব মোহাম্মদ মাসুদ আলম ছিদ্দিক।
বদলি হওয়া নয় কর্মচারীর মধ্যে মেয়রের দফতরের অফিস সহকারী মেজবাহ উদ্দিনকে বদলি করে আইন বিভাগের অফিস সহকারী করা হয়েছে। একইভাবে জনসংযোগ বিভাগের অফিস সহকারী মনিরুল ইসলামকে বর্জ্য ডিসপোজাল দফতরের ব্যবস্থাপনা বিভাগে, হিসাব সহকারী মামুনুল হায়দার পাটোয়ারীকে ডিএনসিসির স্বাস্থ্য বিভাগের অফিস সহকারী হিসেবে বদলি করা হয়েছে।
অন্যদিকে ডিএনসিসির আইটি সেলের অফিস সহকারী তানজিলা আক্তারকে সাধারণ প্রশাসন শাখার অফিস সহকারী হিসেবে বদলি করা হয়েছে। মেয়রের দফতরের অফিস সহকারী মোহম্মাদ কামরুজ্জামানকে সাধারণ সংস্থাপন শাখার অফিস সহকারী হিসেবে বদলি করা হয়েছে। সংস্থাপন শাখা-২ এর অফিস সহকারী শাহরিয়ার ইসলামকে মেয়রের দফতরের অফিস সহকারী হিসেবে পাঠানো হয়েছে। জন্ম-মৃত্যু রেজিস্ট্রেশন সহকারী মোফাজ্জল হোসেনকে নির্বাহী ম্যাজিস্ট্রেটের দফতরের বেঞ্চ সহকারী করা হয়েছে।
এছাড়া মশক নিয়ন্ত্রণ শাখার অফিস সহকারী আয়েশা সিদ্দিকাকে জন্ম-মৃত্যু রেজিস্ট্রেশন সহকারী হিসেবে বদলি করা হয়েছে এবং সমাজকল্যাণ শাখার সহকারী মসিউর রহমানকে ভাণ্ডার ও ক্রয় বিভাগে বদলি করা হয়েছে।