অর্থনীতি ডেস্ক:
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সদস্যভুক্ত ছয়টি ব্রোকারজ হাউজকে সতর্কপত্র জারি করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। প্রতিষ্ঠান ছয়টিকে ভবিষ্যতে সিকিউরিটিজ সম্পর্কিত সমস্ত আইন মেনে চলার জন্য নির্দেশনা দেওয়া হয়।
সোমবার (২০ সেপ্টেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে এ তথ্য প্রকাশ করা হয়েছে।
ডিএসইর সদস্যভুক্ত প্রতিষ্ঠাগুলো হলো- সালাম অ্যান্ড কোম্পানি, গেটওয়ে ইক্যুইটি রিসোর্স লিমিটেড, মেঘনা লাইফ সিকিউরিটিজ অ্যান্ড ইনভেস্টমেন্ট, এমিনেট সিকিউরিটিজ লিমিটেড, টাইমস সিকিউরিটিজ লিমিটেড এবং জিএমএফ সিকিউরিটিজ লিমিটেড।
এর আগের দিন রোববার (১৯ সেপ্টম্বর) ডিএসই নওভেল সিকিউরিটিজ লিমিটেড এবং এসসিএল সিকিউরিটিজ লিমিটেডকে ভবিষ্যতে সিকিউরিটিজ সংক্রান্ত আইন মেনে চলতে সতর্কপত্র জারি করে বিএসইসি। এ নিয়ে দুদিনে মোট ৮ প্রতিষ্ঠানকে সতর্কপত্র জারি করল বিএসইসি।
বিএসডি/আইপি