নিজস্ব প্রতিবেদক
ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া ময়মনসিংহ জেলার ফুলবাড়িয়া উপজেলার শিক্ষার্থীদের সংগঠন ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব ফুলবাড়িয়ার (ডুসাফ) আয়োজনে ‘ক্যারিয়ার আড্ডা’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৩ এপ্রিল) ফুলবাড়িয়া উপজেলা পরিষদ মিলনায়তনে এই সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে এসএসসি ও এইচএসসি সমমানের বিভিন্ন স্কুল-কলেজ-মাদরাসার শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
সেমিনারে আলোচকবৃন্দ শিক্ষার্থীদের সুন্দর ভবিষ্যৎ গড়া, সময়ের সঠিক ব্যবহার, পরিশ্রমের গুরুত্ব ও অতি সন্নিকটে এসএসসি ও এইচএসসি পরীক্ষায় ভালো ফলাফল করার বিষয়ে গুরুত্বারোপ করে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন।
ডুসাফের সভাপতি আতাউর রহমান অপু উপস্থিত অতিথিদের ধন্যবাদ জানিয়ে বলেন, ক্যারিয়ারের পথচলায় কেবল ভালো ফলাফলই যথেষ্ট নয়, প্রয়োজন দক্ষতা, উদ্যম এবং ইতিবাচক মানসিকতা। নিজেকে জানা, নিজের আগ্রহ খুঁজে বের করা এবং সেই অনুযায়ী প্রস্তুতি নিতে হবে। ব্যর্থতাকে ভয় না পেয়ে, শিক্ষা হিসেবে গ্রহণ করতে হবে। সঠিক দিকনির্দেশনা এবং নিরলস প্রচেষ্টাই সফলতার শিখরে পৌঁছে দেবে।
ডুসাফের সাধারণ সম্পাদক এইচ এম খালিদ হাসান শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, জীবনের প্রতিটি অধ্যায়ে লক্ষ্য স্থির রাখতে হবে এবং স্বপ্ন পূরণের জন্য নিরন্তর চেষ্টা চালিয়ে যেতে হবে। নিজের দক্ষতা ও জ্ঞানকে কাজে লাগিয়ে প্রতিযোগিতামূলক পৃথিবীতে টিকে থাকতে হবে। যদি কেউ আত্মবিশ্বাসী এবং পরিশ্রমী হয় কোনো বাধাই একজন মানুষকে থামাতে পারবে না।
সেমিনারের প্রধান আলোচক রমনা মডেল স্কুলের অধ্যক্ষ এইচ এম জোবায়ের শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, জীবনে বড় হওয়ার জন্য বড় স্বপ্ন দেখতে হবে। কেউ আকাশে ওঠার স্বপ্ন দেখলে সে এক অনন্য উচ্চতায় পৌঁছাতে পারবে। মেধার সাথে উন্নত নৈতিকতার সংমিশ্রণ ঘটাতে হবে। নৈতিকতা বিবর্জিত শিক্ষা সামাজিক বিপর্যয়ের কারণ। তাই শিক্ষার প্রতিটি স্তরে ধর্ম বা নৈতিক শিক্ষা বাধ্যতামূলক করা জরুরি।
তিনি আরও বলেন, আমাদের সমাজটা নানা কারণে কলুষিত হয়ে গেছে। কাদায় থেকেও তোমাদের গায়ে যেন কোন কাদা না লাগে সেই চেষ্টা করতে হবে। তাছাড়া, সময়ের অপচয় জীবনে উন্নতি অগ্রগতির পথে মারাত্মক অন্তরায়। তাই সময়ের সঠিক ব্যবহার করতে হবে।
সেমিনারে ডুসাফ সভাপতি আতাউর রহমান অপুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এইচ এম খালিদ হাসানের সঞ্চালনায় ফুলবাড়ীয়া রয়েল কলেজের প্রাক্তন অধ্যক্ষ আমিনুল ইসলাম সুমন, ফুলবাড়ীয়া রয়েল কলেজের পরিচালক ও উদ্যোক্তা মীর মো. জাহিদুর রহমান, বিশ্ববিদ্যালয় ও বিসিএস ভর্তি কোচিং সেন্টারের পরিচালক আমিনুল ইসলাম মিলন, উদ্যোক্তা ও ব্যবসায়ী ইঞ্জিনিয়ার শাহিনুর রহমান রনি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হাসিবুল হাসান শান্ত, হুমায়ুন কবির প্রমুখ শিক্ষার্থীদের উদ্দেশে দিকনির্দেশনামুলক বক্তব্য প্রদান করেন।