বর্তমান সময় ডেস্ক:
রাজধানীসহ সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে সরকারি ও বেসরকারি হাসপাতালে আরও ৩৯ জন নতুন রোগী ভর্তি হয়েছেন। এ নিয়ে দেশে চলতি বছরের ২০ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গুরোগীর সংখ্যা বেড়ে ২৮ হাজার ২১৬ জনে দাঁড়িয়েছে।
সোমবার (২০ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টারও কন্ট্রোল রুমের ইনচার্জ এবং ডেপুটি প্রোগ্রাম ম্যানেজার (বিপিএম) ডা. মোহাম্মদ জাহিদুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, বর্তমানে রাজধানীসহ সারাদেশে বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট ভর্তি রয়েছেন এমন রোগীর সংখ্যা ১৩৪ জন। এরমধ্যে সরকারি হাসপাতালে ৮৯ জন ও বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন ৪৫ জন।
গত ২৪ ঘণ্টায় নতুন ৩৯ রোগীর মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ১৭ জন ও ঢাকার বাইরের হাসপাতালে ২২ জন রোগী ভর্তি হন। এর মধ্যে ঢাকায় সরকারি হাসপাতালে নয় জন ও বেসরকারি হাসপাতালে ভর্তি হন আট জন।
এ বছরের ১ জানুয়ারি থেকে ২০ ডিসেম্বর পর্যন্ত দেশের সরকারি-বেসরকারি হাসপাতালে ভর্তি মোট ডেঙ্গুরোগীর সংখ্যা ২৮ হাজার ২১৬ জনে দাঁড়িয়েছে। এসময়ে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মারা গেছেন ১০৩ জন। হাসপাতালে ভর্তি রোগীদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৭ হাজার ৯৭৯ জন।
বিএসডি/ এলএল