নিজস্ব প্রতিবেদক:
করোনাভাইরাস থেকে রক্ষা পেতে স্বাস্থ্যবিধি মেনে চলার পাশাপাশি ডেঙ্গুর ব্যাপারেও শিক্ষার্থী, অভিভাবক এবং শিক্ষকদের সতর্ক থাকতে বললেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
রোববার (১২ সেপ্টেম্বর) শিক্ষা প্রতিষ্ঠান খোলার প্রথম দিন আজিমপুর গভর্নমেন্ট গার্লস স্কুল অ্যান্ড কলেজ পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, করোনা থেকে রক্ষা পেতে যেমন মাস্ক পরতে হবে, স্বাস্থ্যবিধি মানতে হবে, তেমনি মশা যাতে কামড়াতে না পারে সেজন্য সকল শিক্ষার্থীকে ফুল জামা, ফুল প্যান্ট পরে স্কুলে আসতে হবে।
মন্ত্রী আরো বলেন, সবাইকে খেয়াল রাখতে হবে, শুধু করোনাভাইরাস নয়, তার সঙ্গে এখন ডেঙ্গুরও সিজন চলছে। শিক্ষার্থীরা যে শিক্ষাপ্রতিষ্ঠানে আসবে, এই সময়ে তাদের যাতে ডেঙ্গু মশা কামড়াতে না পারে সেদিকে সংশ্লিষ্ট সবাইকে সতর্ক থাকতে হবে।
দীপু মনি বলেন, ক্লাস রুম পরিষ্কার রাখা এবং পর্যাপ্ত আলোর ব্যবস্থা করতে হবে। শিক্ষার্থীদের ডেঙ্গু থেকে বাঁচিয়ে রাখা আমাদের সবার দায়িত্ব। বাড়িতে বাবা মায়েদেরও এই বিষয়টার প্রতি বিশেষ নজর দেবার অনুরোধ জানাচ্ছি।
চলতি মাসে এ পর্যন্ত মোট ৩ হাজার ৫১৯ জনের ডেঙ্গু শনাক্ত হয়েছে।
বিএসডি/আইপি