আন্তর্জাতিক ডেস্ক
যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প করোনা টিকার বুস্টার ডোজ নেওয়ায় তাকে ধন্যবাদ জানিয়েছে দেশটির প্রেসিডেন্টের কার্যালয় হোয়াইট হাউস। হাউসের প্রেস সেক্রেটারি জেন সাকি বলেছেন, ট্রাম্পের এ পদক্ষেপের জন্য হোয়াইট হাউস কৃতজ্ঞ।
সম্প্রতি রিপাবলিকানপন্থী লেখক ও মিডিয়া ব্যাক্তিত্ব ক্যান্ডেস ওয়েন্সকে দেওয়া এক সাক্ষাৎকারে করোনা টিকাকে ‘মানব সভ্যতার সবচেয়ে গুরুত্বপূর্ণ আবিষ্কার’ হিসেবে উল্লেখ করে ডোনাল্ড ট্রাম্প জানান, তিনি টিকার বুস্টার বা তৃতীয় ডোজ নিয়েছেন।
সাক্ষাৎকারে সাবেক এই মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘এখনও যারা করোনা টিকা নেননি, তাদের প্রত্যেকেই এই রোগে গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তির ঝুঁকিতে আছেন। যদি আপনি টিকার দুই ডোজ নেন, সেক্ষেত্রে আপনি সুরক্ষিত এবং যদি বুস্টার নেন, আপনি অধিকতর সুরক্ষিত।’
ট্রাম্পের এই বক্তব্যকে স্বাগত জানিয়ে শুক্রবার এক সংবাদ সম্মেলনে হেয়াইট হাউসের প্রেস সেক্রেটারি জেন সাকি বলেন, ‘আমরা কৃতজ্ঞ যে সাবেক প্রেসিডেন্ট বুস্টার ডোজ নিয়েছেন। আমরা আরও কৃতজ্ঞ যে তিনি সাম্প্রতিক এক সাক্ষাৎকারে পরিষ্কারভাবে বলেছেন- করোনাভাইরাস থেকে সুরক্ষায় টিকা কতখানি গুরুত্বপূর্ণ।’
অতীতে একাধিকবার করোনা টিকার কার্যকারিতা নিয়ে সংশয় জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। এমনকি চলতি বছর সেপ্টেম্বরেও তিনি এক সাক্ষাৎকারে বলেছিলেন- তিনি করোনা টিকা নেওয়ার পক্ষপাতি নন।
তবে তিনি যে নিজের মত পরিবর্তন করেছেন, সাম্প্রতিক সাক্ষাৎতকারে তা স্পষ্ট।
এদিকে, শুক্রবার এক প্রতিবেদনে বার্তাসংস্থা রয়টার্স জানিয়েছে, যুক্তরাষ্ট্রে টিকার দুই ডোজ সম্পূর্ণ করেছেন মোট জনসংখ্যার ৬২ শতাংশ, যা অন্যান্য উন্নত দেশের তুলনায় বেশ কম। দেশটির বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন গত এক বছরেরও বেশি সময় ধরে জনগণকে টিকা নেওয়ার জন্য উৎসাহ দিয়ে যাচ্ছেন, কিন্তু পরিসংখ্যান বলছে- তাতে তেমন কাজ হচ্ছে না।
মার্কিন জনগণের যে অংশটি টিকা নেওয়া থেকে বিরত থাকছে- তাদের অধিকাংশই রক্ষণশীল ও রাজনৈতিকভাবে ট্রাম্পের দল রিপাবলিকান পার্টির সমর্থক। এ কারণে ট্রাম্পের সাম্প্রতিক বক্তব্যের বিশেষ তাৎপর্য রয়েছে টিকা নেওয়া থেকে বিরত থাকা মার্কিন জনগণের মধ্যে।
২০২০ সালে মহামারি শুরুর পর থেকে এ পর্যন্ত করোনায় মোট আক্রান্ত ও মৃত্যুর হিসেবে বিশ্বের দেশসমূহের মধ্যে শীর্ষে আছে যুক্তরাষ্ট্র। দেশটির সরকারি হিসেবে অনুযায়ী, যুক্তরাষ্ট্রে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন মোট ৫ কোটি ২৭ লাখ ৮৮ হাজার ৪৫১ জন এবং এ রোগে মারা গেছেন মোট ৮ লাখ ৩৪ হাজার ৪৫৫ জন।
দেশটির সরকারি স্বাস্থ্যসেবা কর্তৃপক্ষ জানিয়েছে, চলতি বছর যুক্তরাষ্ট্রে করোনায় যাদের মৃত্যু হয়েছে, তাদের প্রায় কেউই করোনা টিকা নেননি।
এসএ