নিজস্ব প্রতিবেদক:
করোনার সংক্রমণ রোধে রাজধানীর আটটি কেন্দ্রে ১২ থেকে ১৭ বছর বয়সী স্কুলগামী শিশুদের টিকা প্রয়োগ কার্যক্রম শুরু হয়েছে। গতকাল (১ নভেম্বর) মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে এই কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন হলেও আজ থেকে টিকা পাবে ঢাকার শিশুরা।
মঙ্গলবার (২ নভেম্বর) সকালে স্বাস্থ্য অধিদফতরের লাইন ডিরেক্টর ও টিকা কর্মসূচির পরিচালক ডা. শামসুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, গতকাল ঢাকার একটি কেন্দ্রে স্কুলগামী শিক্ষার্থীদের টিকা কার্যক্রমের উদ্বোধন হলেও আজ থেকে ৮টি কেন্দ্রে টিকা দেওয়া শুরু হয়েছে। সকাল ৯টা থেকে এই কার্যক্রম শুরু হয়েছে, চলবে বিকেল ৩টা পর্যন্ত।
সকালে রাজধানীর হার্ডকো ইন্টারন্যাশনাল স্কুলে সরেজমিনে গিয়ে দেখা যায়, টিকা নিতে ইচ্ছুক শিক্ষার্থীরা দীর্ঘ লাইনে দাঁড়িয়ে টিকার জন্য অপেক্ষা করছে। ছেলে ও মেয়েদের জন্য করা হয়েছে আলাদা লাইন।
স্কলাসটিকা স্কুলে গিয়ে দেখা গেছে, ছেলে-মেয়ে সবাই স্কুল প্রাঙ্গণে সারি সারি চেয়ারে বসে টিকার জন্য অপেক্ষা করছে।
শিক্ষার্থী ও অভিভাবকরা জানান, প্রথমে কিছুটা উদ্বেগ উৎকণ্ঠা কাজ করলেও টিকা নেওয়ার পর আনন্দ বিরাজ করছে। করোনার দুশ্চিন্তার কিছুটা হলেও অবসান হয়েছে।
এর আগে গতকাল শিক্ষার্থীদের টিকা প্রয়োগে রাজধানীর আটটি কেন্দ্র ও সারাদেশে আপাতত ২১ জেলা নির্ধারণ করা হয়েছে। আমাদের যথেষ্ট প্রস্তুতি আছে, আশা করি কোনো সমস্যা হবে না। কেউ অসুস্থ হলে চিকিৎসার ব্যবস্থাও আছে।
অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছিলেন, ঢাকায় প্রাথমিক পর্যায়ে ৮টি স্কুলে টিকা দেওয়া শুরু করেছি। প্রতিদিন বিভিন্ন কেন্দ্র থেকে পাঁচ হাজার করে ৪০ হাজার টিকা দেওয়া হবে
তিনি বলেন, ১২ বছরের নীচে এখনই টিকা নয়। ড্রপ আউট হোক আর যেই হোক সবার টিকা প্রয়োজন, ব্যবস্থা করা হবে।
রাজধানীর যে শিক্ষাপ্রতিষ্ঠানে টিকা দেওয়া হবে
১. হার্ডকো ইন্টারন্যাশনাল স্কুল।
২. সাউথপয়েন্ট স্কুল অ্যান্ড কলেজ
৩. চিটাগং গ্রামার স্কুল।
৪. আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ।
৫. মিরপুর কমার্স কলেজ।
৬. কাকলি হাই স্কুল অ্যান্ড কলেজ।
৭. সাউথ ব্রিজ স্কুল এবং
৮. স্কলাসটিকা স্কুল।
বিএসডি /আইপি