নিজস্ব প্রতিবেদক,
দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনায় শনাক্ত হয়েছেন ১৩ হাজার ৮১৭ জন। এ নিয়ে সরকারি হিসাবে মোট শনাক্তের সংখ্যা দাঁড়ালো ১৩ লাখ ৯ হাজার ৯১০ জন। বুধবার (৪ আগস্ট) স্বাস্থ্য অধিদফতর এ তথ্য জানিয়েছে।
করোনা সংক্রমণের এই ঊর্ধ্বগতিতে স্বাস্থ্য অধিদফতর জানায়, রাজধানী ঢাকার করোনা ডেডিকেটেড তিনটি সরকারি হাসপাতালে নির্ধারিত সাধারণ বেডের বিপরীতে অতিরিক্ত ২১৪ জন রোগী ভর্তি রয়েছেন।
এর মধ্যে কেবলমাত্র কুর্মিটোলা জেনারেল হাসপাতালেই নির্ধারিত ২৭৫টি শয্যার বিপরীতে অতিরিক্ত রোগী আছেন ১০৪ জন। এই হাসপাতালে নির্ধারিত ১০টি আইসিইউ (নিবিড় পরিচর্যা কেন্দ্র) বেডের সবগুলোতে রোগী ভর্তি আছেন। এছাড়া ১৫টি বেডের এইডডিইউ ইউনিটেও কোনও বেড ফাঁকা নেই।
অতিরিক্ত রোগী ভর্তি রয়েছেন ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালেও। এই হাসপাতালে নির্ধারিত ৭০৫টি বেডের বিপরীতে অতিরিক্ত ভর্তি আছেন ৪৪ জন। শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালের নির্ধারিত ২৬৩ বেডের বিপরীতে ভর্তি অতিরিক্ত রোগী আছেন ৬৬ জন।
রাজধানী ঢাকার পাশাপাশি দেশের অন্যান্য বিভাগের আরও ১৫টি হাসপাতালে নির্ধারিত শয্যার অতিরিক্ত রোগী ভর্তি রয়েছেন বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর।
বিএসডি/আইপি