নিজস্ব প্রতিবেদক:
পাঁচ দিনের বাংলাদেশ সফরে ঢাকায় পৌঁছেছেন দক্ষিণ-পূর্ব ইউরোপের ঐতিহাসিক অঞ্চলের দেশ কসোভার উপ-পররাষ্ট্রমন্ত্রী ক্রেসনিক আহমেতি।
রোববার (৯ অক্টোবর) এ তথ্য নিশ্চিত করেছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা।
তিনি জানান, আজ ঢাকায় এসেছেন কসোভোর উপ-পররাষ্ট্রমন্ত্রী। এ সফরে তিনি সরকারের উচ্চ-পর্যায়ের কর্মকর্তা ও একাধিক নেতার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।
উপ-পররাষ্ট্রমন্ত্রীর সফরে ঢাকা ও প্রিস্টিনার মধ্যে ফরেন অফিস কনসালটেশন (এফওসি) অনুষ্ঠিত হওয়ার পাশাপাশি দুদেশের মধ্যে দুটি সমঝোতা স্মারক সই হওয়ার কথা রয়েছে।
আহমেতির সফরে দুদেশের কর্মকর্তারা ফরেন সার্ভিস একাডেমিতে প্রশিক্ষণ বিনিময় ছাড়াও অর্থনৈতিক সহযোগিতা, বিনিয়োগ সুরক্ষা ও উন্নয়ন, দ্বৈতকর পরিহার ও জনশক্তি রপ্তানির বিষয়ে চুক্তি করা নিয়ে আলোচনা করবেন।
জানা গেছে, ক্রেসনিক আহমেতি পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন, বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি ও সংস্কৃতি প্রতিমন্ত্রী এম খালিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।
ফরেন সার্ভিস একাডেমিতে একটি সেমিনারে বক্তব্য দেওয়ার কথা রয়েছে তার।
এদিকে ঢাকার কূটনীতিকরা বলছেন, বিশ্বের নবীনতম মুসলিম প্রধান দেশ কসোভার সঙ্গে বাংলাদেশের সম্পর্ক আরও শক্তিশালী করার অনেক সুযোগ রয়েছে। ইউরোপের বাজারে বাংলাদেশের পণ্যের প্রসারে কসোভার সহযোগিতা নিতে পারে বাংলাদেশ। এতে করে ইউরোপে বাংলাদেশি পণ্যের ব্যবসা আরও বাড়ার সুযোগ রয়েছে। পাশাপাশি ইউরোপের বাজারে বাংলাদেশি পণ্যের প্রবেশে কসোভা কেন্দ্র হিসেবে সহযোগিতা করে তাদেরও লাভবান হওয়ার সুযোগ রয়েছে। দুই পক্ষের মধ্যে অর্থনৈতিক সহযোগিতা শক্তিশালী করতে উভয়পক্ষ কাজ করছে।
বিএসডি/এফএ