নিজস্ব প্রতিবেদক:
জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি, সাধারণ সম্পাদকের বিরুদ্ধে করা মামলা মিথ্যা দাবি করে ও কারাবন্দীদের নিঃশর্ত মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখা ছাত্রদল। শনিবার (২৩ জুলাই) সকাল ১০টার দিকে ঢাবির আইন অনুষদের সামনে থেকে এ বিক্ষোভ মিছিল বের করা হয়। পরে জগন্নাথ হলের সামনে দিয়ে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) গিয়ে শেষ হয়।
বিক্ষোভ পরবর্তী সমাবেশে ঢাবি শাখা ছাত্রদলের আহ্বায়ক আক্তার হোসেন বলেন, ছাত্রদল দেশের জন্য সদা জাগ্রত। যেখানেই অন্যায় দেখে সেখানেই প্রতিবাদী ভূমিকায় উপনীত হয় এ দল। ছাত্রদলের নেতা-কর্মীদের নামে মিথ্যা মামলা দিয়ে, হয়রানি করে আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্য থেকে দূরে সরানো যাবে না।
মিছিলে অংশ নেন- ঢাবি ছাত্রদলের দায়িত্বপ্রাপ্ত আহ্বায়ক আক্তার হোসেন, সদস্যসচিব আমান উল্লাহ আমান, যুগ্ম-আহ্বায়ক নাসির উদ্দিন, জহির উদ্দিন আহমেদ, এইচ এম আবু জাফর, খোরশেদ আলম সোহেল, শাজাহান শাওন, সজীব মজুমদার, জিহাদুল ইসলাম রঞ্জু, শরীফ প্রধান, বায়েজিদ হোসাইনসহ বিভিন্ন হলের শতাধিক নেতা-কর্মী।
বিএসডি/ফয়সাল