ঢামেক প্রতিবেদক:
বিশ্ব ডায়াবেটিস দিবস-২০২১ উপলক্ষে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের এন্ডোক্রাইনোলজি বিভাগ এক শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করেছে।
রবিবার (১৪ নভেম্বর) সকালের দিকে ঢামেক হাসপাতাল থেকে এই শোভাযাত্রা শুরু হয়ে ঢাকা মেডিকেল কলেজ এলাকা ঘুরে হাসপাতাল-২ এ শেষ হয়। এবারের প্রতিপাদ্য বিষয় ছিল ‘ডায়াবেটিস সেবায় প্রাপ্যতা, এখন না হলে কখন?’
পরে হাসপাতাল-২ এ এন্ডোক্রাইনোলজি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. ইন্দ্রজিৎ প্রসাদের স্বাগত বক্তব্যের মাধ্যমে আলোচনা সভা শুরু হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. টিটু মিয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. নাজমুল হক।
জাতীয় জনসংখ্যা গবেষণা ও প্রশিক্ষণ প্রতিষ্ঠানের (নিপোর্ট) একটি জরিপে দেখ গেছে, বাংলাদেশে মোট ডায়াবেটিস আক্রান্ত মানুষের সংখ্যা ১ কোটি ১০ লাখ। এদের মধ্যে ১৮-৩৪ বছর বয়সীদের সংখ্যা ২৬ লাখ আর ৩৫ বছরের বেশি বয়সের সংখ্যা ৮৪ লাখ। ডায়বেটিকস আক্রান্ত রোগীর দিক থেকে বাংলাদেশ বিশ্বের শীর্ষ ১০ দেশের মধ্যে অন্যতম।
আলোচনা সভায় বক্তারা বলেন, ডায়াবেটিকস একটি প্রতিরোধযোগ্য রোগ। কিন্তু একবার এই রোগে আক্রান্ত হলে এবং সঠিকভাবে নিয়ন্ত্রণ না হলে একপর্যায়ে ডায়াবেটিস সংক্রান্ত জটিলতা গুলো দেখা দেয়। যেমন-মস্তিষ্ক, হার্ট, কিডনি এবং চোখ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়।
এ দিনে ডায়াবেটিকস স্ক্রিনিংয়ের বিশেষ ব্যবস্থা করা হয়। ডায়াবেটিকস আছে কি না তা পরীক্ষা করে দেখার জন্য ফ্রি ডায়াবেটিস চেকআপের ব্যবস্থাও করা হয়।
এসময় হাসপাতালের চিকিৎসক, নার্স ও কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।