ফয়েজ কবির
ততটুকু কাছে আছি, যতটুকুতে মনে হবে আমি নেই
ততটুকু মিশে যাবো যতটুকুতে মনে হবে আমি নেই
ফোকাল লেংথের দু’দিকেই, বাহিরে বা ভেতরে
আমি দৃশ্যে অদৃশ্য হবো, যেভাবে যা চাই তেমন করে
তুমি দিতে পারো রেখে কুয়াশায় আকাশগুলো ঢেকে
তুমি যেতে পারো উড়ে উড়ে, অভিমানী গানগুলো রেখে
তুমি যেতে পারো ঝরে ঝরে, হেমন্তের বিষণ্ণ চৌকাঠে
তুমি হতে পারো একা, আনমনা বিকেলের ছায়ামাঠে
আমি শুধু জানি, আমি আছি, তোমার গায়ের তাপমাত্রায়
স্বপ্নের শস্যবীজ, কোন এক ফাগুনে ফুটে ওঠার আশায়।
বিএসডি/ এমএম