নিজস্ব প্রতিবেদক:
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, কুমিল্লার ঘটনার পেছনে কারা জড়িত তা তদন্তের মাধ্যমে বেরিয়ে আসবে। পাশাপাশি তাদের বিচারের মুখোমুখি করা হবে। শনিবার (১৬ অক্টোবর) রাজধানীতে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, ‘যারা এ ঘটনার সঙ্গে জড়িত খুব শিগগিরই তাদের চিহ্নিত করা হবে। পবিত্র কোরআন আমাদের প্রতিটি মুসলমান হৃদয়ে ধারণ করে আছে। তবে কোরআন অবমাননার যে ঘটনা দেখানো হয়েছে সেরকম ঘটনা ঘটেছে কিনা তা-ই তদন্ত করছি।’
শিল্পকলা একাডেমির নাট্যশালায় মুক্তিযুদ্ধবিষয়ক ‘ডকু ড্রামা দুটি যুদ্ধের একটি গল্প’ শীর্ষক অনুষ্ঠানে মন্ত্রী আরও বলেন, ‘ওই ঘটনার পর পুলিশসহ সরকারের বিভিন্ন গোয়েন্দা সংস্থা তদন্ত করছে। ইতোমধ্যে অনেক তথ্য-প্রমাণাদি আইনশৃঙ্খলা বাহিনী সংগ্রহ করেছে। যেগুলো নিয়ে জোর তদন্ত শুরু করা হয়েছে। অনেকে আটক হয়েছে। আশা করছি তদন্তের মাধ্যমে ওই ঘটনার প্রকৃত কারণ বা কি ঘটেছিল তা জনসমক্ষে বেরিয়ে আসবে। এ ধরনের ঘটনা ঘটিয়ে যারা মানুষের ধর্মীয় অনুভূতিতে আঘাত করে অরাজক পরিস্থিতি তৈরি করছে তাদের কোনভাবে ছাড় দেওয়া হবে না। আইনশৃঙ্খলা বাহিনী সেভাবেই কাজ করে যাচ্ছে।’
বিএসডি /আইপি