তবে কি বিদায়ঘন্টা বাজছে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর! ইসরাইলের পত্রিকা ডেইলি হারেৎস যে খবর দিচ্ছে, তাতে তেমনই মনে হচ্ছে। কারণ, বুধবারই ইয়েশ আতিদ পার্টির নেতা ইয়াইর লাপিড ঘোষণা করতে পারেন যে, ইয়ামিনা পার্টির প্রধান নাফতালি বেনেটের সঙ্গে তিনি নতুন সরকার গঠন করতে চলেছেন। চলমান ঘটনা প্রবাহ এমনই ইঙ্গিত দিচ্ছে। হারেৎস লিখেছে, নতুন সরকার গঠন নিয়ে জোট গঠনের চুক্তি স্বাক্ষর নিয়ে সোমবার রাতভর বৈঠক হয়েছে ইয়ামিনা পার্টি, নিউ হোপ এবং কোল লাভান দলের মধ্যে। ম্যারাথন এসব আলোচনায় দলগুলোর মধ্যে মতবিরোধ কমিয়ে আনার চেষ্টা করা হয়েছে এবং তারা একটি চুক্তি স্বাক্ষরের খুব কাছাকাছি পৌঁছে গেছেন। রাতের বৈঠকের সূত্র ধরে আজ মঙ্গলবার সকালেও এই আলোচনা অব্যাহতভাবে শুরু হতে পারে। ইয়েশ আতিদ পার্টি পূর্বাভাস দিয়েছে যে, বুধবার বিকেল নাগাদ ইয়াইর লাপিড ঘোষণা দিতে পারেন যে, তিনি সরকার গঠন করতে চলেছেন। শুরুতেই ইয়ামিনা পার্টির সঙ্গে কিছু শর্তে সমস্যা দেখা দিয়েছে সমঝোতায়।
এর মধ্যে রয়েছে, কমিটি ফর জুডিশিয়াল অ্যাপয়েন্টমেন্টস, নেগেভ এবং গ্যালিলি পোর্টফোলিও, নেসেট ফাইন্যান্স কমিটির চেয়ারম্যানশিপ, ধর্ম ও রাষ্ট্র বিষয়ে কাকে প্রতিনিধি করা হবে তা নিয়ে। তবে উভয় পক্ষই এ বিষয়ে এখনও হাল ছাড়েনি। তারা বলেছে, এ নিয়ে যে বিরোধ আছে তা সমাধানযোগ্য। যদি এসব বিষয়ে সমাধান হয়ে যায় আজ মঙ্গলবার বা আগামীকালের মধ্যে তাহলে দীর্ঘ ১২ বছর পর ক্ষমতার মসনদ ছাড়তে হবে বেনিয়ামিন নেতানিয়াহুকে।