আন্তর্জাতিক ডেস্ক:
চীনা হুমকির মুখে গতকাল মঙ্গলবার রাতে তাইওয়ান সফরে যান যুক্তরাষ্ট্রের স্পিকার ও দেশটির ডেমোক্র্যাটিক পার্টির অন্যতম শীর্ষ ব্যক্তিত্ব ন্যান্সি পেলোসি। এরপর আজ বুধবার তিনি সকালে দেশটির পার্লামেন্টে গেছেন। দেখা করেছেন দেশটির প্রেসিডেন্টসহ বিভিন্ন শীর্ষ নেতাদের সঙ্গে। এরপর ঐতিহাসিক সেই সফর শেষে তিনি তাইওয়ান ত্যাগ করেছেন।
আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, আমেরিকান বিমানবাহিনীর জেটে করে তিনি তাইওয়ান ত্যাগ করেছেন। তিনি দক্ষিণ কোরিয়ার উদ্দেশে পাড়ি দিয়েছেন।
তাইওয়ান ছাড়ার আগে পেলোসি টুইটে বলেন, কোনো ভুল করবেন না, এখন এবং আগামী কয়েক দশকের জন্য তাইওয়ানের জনগণের প্রতি আমাদের প্রতিশ্রুতি অটল রয়েছে ।
চীনের হুমকি অগ্রাহ্য করে মঙ্গলবার তাইওয়ান পৌঁছান পেলোসি। বেইজিং সতর্ক করেছিল যে পেলোসির সফরের পরিণতি ‘খুব গুরুতর’ হবে। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হুয়া চুনয়িংয়ের দাবি, পেলোসি কোনও ব্যক্তিগত কাজে তাইওয়ান যাননি এবং আমেরিকা যদি হস্তক্ষেপ করা বন্ধ না করে তা হলে চীন ‘বৈধভাবে যে কোনও পাল্টা ব্যবস্থা নিতে প্রস্তুত’।
বিএসডি/ এমআর