আন্তর্জাতিক ডেস্ক:
চীনের কঠোর নিন্দার মধ্যেও তাইওয়ানের প্রেসিডেন্ট সাই ইং ওয়েনের সঙ্গে দেখা করলেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসি। আজ বুধবার ন্যান্সি পেলোসি বলেন, আমরা পরিষ্কারভাবে বলতে চাই যুক্তরাষ্ট্র এ দ্বীপটিকে (তাইওয়ান) ত্যাগ করবে না। সূত্র: খবর বিবিসি।
তাইওয়ানের প্রেসিডেন্ট এবং দেশটির আইনপ্রণেতাদের সঙ্গে আলাপকালে পেলোসি বলেন, একটি বিষয় স্পষ্ট করতেই আমাদের প্রতিনিধি দল এখানে এসেছে। আর সেটি হলো যুক্তরাষ্ট্র তাইওয়ানকে পরিত্যাগ করবে না। তাইপের সঙ্গে ওয়াশিংটনের একাত্ম থাকার বিষয়টি এখন অন্য যেকোনও সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ। তাইওয়ানসহ বাকি দুনিয়ায় গণতন্ত্র রক্ষায় যুক্তরাষ্ট্রের সংকল্পের কথাও জানান পেলোসি। কঠিন চ্যালেঞ্জের মধ্যে থেকেও তাইওয়ানের সমৃদ্ধ গণতন্ত্রের জন্য দেশটির প্রেসিডেন্ট সাই ইং-ওয়েনের প্রশংসা করেন মার্কিন স্পিকার।
এর আগে এশিয়া সফরের অংশ হিসেবে চীনের দেয়া হুঁশিয়ারি উপেক্ষা করে মঙ্গলবার মালয়েশিয়া থেকে তাইওয়ানে যান যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসি। এর মাধ্যমে ২৫ বছরের মধ্যে যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ের কোনো রাজনীতিবিদ তাইওয়ানের ভূমিতে পা রাখলেন।
ন্যান্সি পেলোসির সফর নিয়ে যুক্তরাষ্ট্রকে মূল্য দিতে হবে জানায় চীন। তাইওয়ানকে নিজেদের অংশ বিবেচনা করা বেইজিং এ সফরের ‘মারাত্মক পরিণতির’ হুঁশিয়ারি উচ্চারণ করেছে। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, যুক্তরাষ্ট্র উসকানিমূলক পদক্ষেপ নিচ্ছে, যা তাইওয়ান প্রণালিজুড়ে উত্তেজনা বাড়াতে পারে। তাদের অবশ্যই এর সম্পূর্ণ দায় নিতে হবে।
বিএসডি/ এমআর