স্পোর্টস ডেস্ক:
অল্পদিনে অনেক নাম করেছেন পেদ্রি। বার্সেলোনার এমন ভঙ্গুর অবস্থায়ও নিজেকে চিনিয়েছেন আলাদা করে। স্পেনের হয়েও নজর কেড়েছেন। কয়েক দিন আগে তো জিতেছেন অনূর্ধ্ব-২১ পর্যায়ের সেরা খেলোয়াড়ের পুরস্কার কোপা ট্রফিও। ওই মঞ্চ থেকেই সপ্তম ব্যালন ডি’অর নেন লিওনেল মেসি।
গত মৌসুমেও পেদ্রির সতীর্থ ছিলেন তিনি। কোপা ট্রফি জিতে মেসিকে ধন্যবাদ জানিয়েছিলেন স্প্যানিশ মিডফিল্ডার। আর্জেন্টাইন তারকার প্রতি আরও একবার কৃতজ্ঞতা জানালেন পেদ্রি। বলেছেন, মেসি তাকে উদ্বুদ্ধ করেছেন লড়াই চালিয়ে যেতে।
টুটুস্পোর্টসকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ‘সে আমাকে অভিনন্দন জানিয়েছে আর উদ্বুদ্ধ করেছে লড়াই করতে যেন ভুলে না যাই। যখন তার মতো কেউ আপনাকে এমন কিছু বলে, তখন আপনি কী করতেন?’
‘মেসির সঙ্গে খেলাটা আমার কাছে স্বপ্নের মতো। যখন সে গোল্ডে বয় অ্যাওয়ার্ড পায় তখন আমার বয়স কেবল তিন বছর। বার্সেলোনা সমর্থকদের জন্য মেসি সবসময়ই কিংবদন্তি। আমার জন্য তার পরামর্শ পাওয়াটাও সম্মানের।’
বার্সেলোনা ও স্পেনের দুই তারকা ফুটবল আন্দ্রেস ইনিয়েস্তা ও জাভি হার্নান্দেজ। এই দুজনের সঙ্গে নিয়মিতই তুলনা হয় পেদ্রির। এর মধ্যে জাভি এখন বার্সেলোনার কোচ। যদিও তুলনাকে সম্মানের বললেও, পেদ্রি হয়ে থাকতে চান কেবলই পেদ্রি।
তিনি বলেছেন, ‘স্প্যানিশ ফুটবল ইতিহাসে তারা অনেক বড় নাম। বিশ্বকাপ জিতেছে, বার্সেলোনার হয়ে অনেক শিরোপাও। তাদের সঙ্গে তুলনা আমাকে গর্বিত করে, কিন্তু এই মুহূর্তে আমি কেবল পেদ্রি। ইনিয়েস্তা সবসময় আমার আদর্শ। আমার সাত বছর বয়স থেকে রুমে তার ছবি টাঙিয়ে রাখতাম।’
‘আমি হয়তো জাভি ও ইনিয়েস্তার মিশেলে হওয়া কোনো কিছু। তাদের সঙ্গে বৈশিষ্ট্যগত মিল আছে। কিন্তু আমি আবারও বলতে চাই, আমি পেদ্রি।’
বিএসডি/এসএফ