স্পোর্টস ডেস্ক
বিশ্বকে তখন গ্রাস করেছে করোনাভাইরাস নামক এক মহামারি। লকডাউনে স্থবির গোটা পৃথিবী। ক্রীড়াভিত্তিক সংবাদমাধ্যমগুলোর সামনে ঘোর অমানিশা। করোনাভাইরাসের কারণে সব ধরনের ক্রীড়া ইভেন্ট বন্ধ। বাংলাদেশের ক্রিকেটও থমকে যায়। এমন কঠিন এক সময়ে যেন ত্রাতা হয়ে আসেন বাংলাদেশ দলের ওপেনার তামিম ইকবাল।
দেশ-বিদেশের ক্রিকেট তারকাদের সাথে তার লাইভ শো তুমুল জনপ্রিয়তা অর্জন করে। কঠিন সেই সময়ে তামিমের লাইভ শোগুলো ছিল আনন্দের খোরাক। ক্রীড়া গণমাধ্যমের কাছে তামিমের এই উদ্যোগ ছিল অনন্য, অনবদ্য। ক্রীড়াবিশ্বের স্থবিরতায় যখন আমাদেরও থমকে যাওয়ার দশা, তখন তামিমের এই লাইভ শোগুলো পথ দেখায় বিডিক্রিকটাইমকে।
অন্যান্যদের মতো তামিমের এই অনবদ্য উদ্যোগকে শুরু থেকেই অভিবাদন জানিয়েছে অনলাইনভিত্তিক ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট বিডিক্রিকটাইম। এজন্য বুধবার তামিমের ১২টি ফেসবুক লাইভ নিয়ে তারা তামিমকে একটি স্মরণিকা উপহার দেয়।
বিডিক্রিকটাইমের প্রতিষ্ঠাতা জাবেদ আলি বলেন, ‘কোভিড-১৯ এর সময় খেলাধুলা বন্ধ হয়ে যাওয়ার পর সবাই কার্যক্রম পরিচালনা নিয়ে সংশয়ে পড়ে যায়। তখন তামিম ইকবালের লাইভ শোগুলো সবার আনন্দের খোরাক জুগিয়েছে, সাথে মিডিয়া কর্মীরাও উপকৃত হয়েছেন। আমি মনে করি, প্রতিটি গণমাধ্যমের জন্যই কঠিন সেই সময়ে তামিম ত্রাতা হিসেবে আবির্ভূত হয়েছিলেন। কৃতজ্ঞতা নিদর্শনস্বরূপ তাই সবার পক্ষ থেকে বিডিক্রমটাইমের এই উপহার।’
এসএ