আন্তর্জাতিক ডেস্ক,
আফগানিস্তানের নাপিতরা চরম এক অনিশ্চয়তার মধ্যে দিন পার করছেন। আফগানিস্তানে তালেবানি শাসন ফিরে আসার কারণে নিজেদের পেশা নিয়ে হতাশা তৈরি হয়েছে নাপিতদের মধ্যে।
কারণ, ৯০ এর দশকে বিভিন্ন ছাঁটের চুল কাটা পছন্দ না হওয়ার জেরে বহু নাপিতকে জেলবন্দি করেছিল তালেবান। বর্তমানে আফগানিস্তানে তালেবানি শাসন ফিরে আসায় অতীতের ভয় জেঁকে বসেছে তাদের মনে।
এরই মধ্যে আফগানিস্তানজুড়ে নারীদের ওপর তালেবানের অত্যাচারের খবর পাওয়া যাচ্ছে। সে দেশে সংবাদমাধ্যমেরও কণ্ঠরোধ করা হচ্ছে।
জানা গেছে, ৯০-এর দশকে পাশ্চাত্য রীতি প্রচলনের দায়ে জেলবন্দি হতে হয়েছিল নাপিতদের। হলিউড চলচ্চিত্র ‘টাইটানিক’-এর নায়ক লিওনার্দো ডিক্যাপ্রিও’র চুলের একটি বিশেষ ছাঁট ওই সময় বিশ্বজুড়ে প্রসিদ্ধ হয়েছিল।
লিওনার্দোর মতো চুল কেটে দেওয়ার জন্য বহু নাপিতকে কারাবরণ করতে হয়েছিল। তালেবান এবার কী করে, সেদিকে সজাগ দৃষ্টি রয়েছে সারাবিশ্বের।
বিএসডি/এএ