৬ উইকেটে ৪৬৯ রান নিয়ে দ্বিতীয় দিনের খেলা শেষ করেছিল শ্রীলঙ্কা। আজ সকালে মাত্র ৩.৩ ওভার ব্যাট করে ৭ উইকেটে ৪৯৩ রানে প্রথম ইনিংস ঘোষণা করেছে স্বাগতিক দল।
১৫৯.২ ওভারে তাসকিন আহমেদ রমেশ মেন্ডিসকে তুলে নেওয়ার পর প্রথম ইনিংস ঘোষণা করে শ্রীলঙ্কা।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ৫৩ রান তুলেছে বাংলাদেশ। ব্যাট করছেন তামিম ইকবাল ও সাইফ হাসান।
আগের দিন দুই অপরাজিত রমেশ মেন্ডিস (২২) ও নিরোশান ডিকভেলা (৬৪) ব্যাটিংয়ে নেমেছিলেন। মেহেদী হাসান মিরাজ ও তাসকিনকে দিয়ে দুই প্রান্ত থেকে বোলিং শুরু করান বাংলাদেশ অধিনায়ক মুমিনুল হক।
আজ নিজের দ্বিতীয় ওভারে চার–ছক্কা হজম করে ১৫ রান দেন অফ স্পিনার মেহেদী হাসান। পরের ওভারেই রমেশ মেন্ডিসকে মুশফিকুর রহিমের ক্যাচে পরিণত করেন তাসকিন। এরপরই ইনিংস ঘোষণা করেন শ্রীলঙ্কা অধিনায়ক দিমুথ করুণারত্নে। ৭৭ রানে অপরাজিত ছিলেন ডিকভেলা।
বাংলাদেশের হয়ে শ্রীলঙ্কার প্রথম ইনিংসে সেরা বোলার তাসকিন। ১২৭ রানে ৪ উইকেট নেন তিনি। ১টি করে উইকেট শরিফুল ইসলাম, তাইজুল ইসলাম ও মেহেদী হাসানের।