বিবাহ বিচ্ছেদে পুরুষের কোনো দোষ থাকে না, সব দোষ থাকে নারীর- সবাই এমনটাই ভাবেন বলে মন্তব্য করেছেন জনপ্রিয় মডেল-অভিনেত্রী রাফিয়াথ রশিদ মিথিলা। বাংলাদেশি তারকাদের মধ্যে সবচেয়ে বেশি সাইবার বুলিংয়ের শিকার হয়েছেন তিনি। বিষয়টিকে আর হালকাভাবে দেখছেন না বলেও জানান মিথিলা।
তার ভাষ্য- ‘বাংলাদেশে তো মানুষের সবচেয়ে বেশি রাগ আমার ওপর। মানুষ প্রশ্ন করছেন- মেয়ে হয়ে কেন আমি বিবাহ বিচ্ছেদ করলাম? মেয়েদের নাকি এসব করতে নেই। তাহসানের ওপর কিন্তু মানুষের রাগ নেই। রাগ যত আমার ওপর। আমি কেন বিয়ে করলাম? আর সৃজিত তো ইসলাম ধর্মীও নয়। আমি বাংলাদেশের সংস্কৃতিকে কলুষিত করেছি। আমি নাকি “চরিত্রহীন মা”। এই “অসভ্য” মা “অসভ্য” জাতির জন্ম দেবে। এবার কিন্তু সময় এসেছে আমরা সবাই একসাথে মিলে, অনলাইন তথা সামাজিক যোগাযোগ মাধ্যমে এই হয়রানি বন্ধ করার উদ্যোগ নিই। হয়রানির বিরুদ্ধে প্রতিবাদ হোক সমস্বরে।’ ভারতীয় একটি সংবাদমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে কথাগুলো বলেন মিথিলা।
সাক্ষাৎকারে সাবেক স্বামী তাহসান প্রসঙ্গে এই অভিনেত্রী আরও বলেন, ‘তাহসান আমার প্রাক্তন স্বামী। আমরা আজও বন্ধু। আমাদের রোজ কথা হয়। মানুষকে বুঝতে হবে আমরা দুজনে একই বাচ্চার বাবা-মা। আমাদের সম্পর্কটা এখন বন্ধুর মতো। আর এই সম্পর্ক আয়রার জন্য খুব জরুরি।’
সৃজিত মুখার্জি প্রসঙ্গে তিনি বলেন, ‘বিয়ের পরে আমি আর সৃজিত ৭ থেকে ৮ মাস একসঙ্গে থেকেছি। সীমান্ত খুললে জুলাইয়ে কলকাতায় যাওয়ার চেষ্টা করব।’
কলকাতায় অভিনয় প্রসঙ্গে মিথিলা বলেন, ‘কয়েকটা ছবিতে কাজ করার কথা হয়েছিল। কিন্তু লকডাউন শুরু হলো, সব কাজ বন্ধ। আর সৃজিত বউকে কোনোদিন ওর ছবিতে নেবে না। সৃজিতকে চিনি আমি।’
এদিকে, মিথিলা বর্তমানে ‘অমানুষ’ ছবির শুটিং করছেন। অনন্য মামুনের পরিচালনায় এতে তার বিপরীতে আছেন চিত্রনায়ক নিরব। অভিনয়ের বাইরে মিথিলা ব্র্যাক ইন্টারন্যাশনালের আর্লি চাইল্ডহুড ডেভেলপমেন্টের প্রধান হিসেবে কর্মরত।