নিজস্ব প্রতিনিধি:
অবৈধ সম্পদ অর্জনসহ বিভিন্ন দুর্নীতির অভিযোগে তিতাস গ্যাস ডিস্ট্রিবিউশন লিমিটেডের আরও দুইজন উপ-ব্যবস্থাপককে জিজ্ঞাসাবাদ করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) দুদকের প্রধান কার্যালয়ে সংস্থাটির উপ-পরিচালক নুরুল হুদা সকাল ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত তাদের জিজ্ঞাসাবাদ করেন।
এছাড়া পেট্রোবাংলার পরিচালক (পরিকল্পনা) মো. আইয়ুব খান চৌধুরীর সম্পদের অনুসন্ধান কার্যক্রম চলমান রয়েছে বলে জানায় দুদক।
এর আগে সোমবার ও রোববার তিতাসের উপ-ব্যবস্থাপকসহ আট কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করে দুদক।
গত ২৩ আগস্ট পেট্রোবাংলার পরিচালক আইয়ুব খান চৌধুরীসহ ২০ জনকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করে দুদক। তাদের ৫ থেকে ৮ সেপ্টেম্বর দুদক কার্যালয়ে হাজির হয়ে বক্তব্য দেওয়ার জন্য নোটিশ জারি করা হয়।
এর আগে একই অভিযোগে তিতাস গ্যাস ডিস্ট্রিবিউশন লিমিটেডের মহাব্যবস্থাপক মো. আব্দুল ওহাব ও মো. মইনুল ইসলামসহ ১০ জনকে জিজ্ঞাসাবাদ করে দুদক।
বিএসডি/আইপি