খেলাধূলা প্রতিনিধি:
ডারবানে বৃষ্টি ও আলোকস্বল্পতার কারণে নির্ধারিত সময়ের আগেই শেষ হয়েছে বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার প্রথম টেস্টের তৃতীয় দিনের খেলা। ৬৯ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংস শুরু করে প্রোটিয়ারা। এরপর ৪ ওভারে বিনা উইকেটে ৬ রান তুলতেই শুরু হয় বৃষ্টি। এরপর আর খেলা শুরু করা সম্ভব হয়নি, শেষ হয় তৃতীয় দিনের খেলা।
এর আগে প্রথম ইনিংসে দক্ষিণ আফ্রিকার করা ৩৬৭ রানের জবাবে বাংলাদেশ গুটিয়ে যায় ২৯৮ রানে। ফলে প্রথম ইনিংসে ৬৯ রানের লিড পায় স্বাগতিকরা। বাংলাদেশের ওপেনার মাহমুদুল হাসান জয় আন্তর্জাতিক ক্যারিয়ারের প্রথম শতক হাঁকান। টেস্ট ক্রিকেটে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এটিই কোনো বাংলাদেশির শতক হাঁকানোর নজির।
৩২৬ বলে ১৫টি চার ও ২টি ছক্কায় ১৩৭ রান করে শেষ ব্যাটার হিসেবে আউট হয়েছেন জয়। দ্বিতীয় সর্বোচ্চ ৪১ রান করেছেন উইকেটরক্ষক-ব্যাটার লিটন দাস। এ ছাড়া নাজমুল হোসেন শান্ত ৩৮ ও মেহেদী হাসান মিরাজ ২৯ রান করেন। ইয়াসির আলী রাব্বির ব্যাট থেকে এসেছে ২২ রান। প্রোটিয়াদের পক্ষে সিমন হারমার ১০৩ রানে ৪টি উইকেট নিয়েছেন। লিজাড উইলিয়ামের শিকার ৩ উইকেট।
বিএসডি/ এমআর