চাঁপাইনবাবগঞ্জের আজমতপুর সীমান্তের তেলকুপি এলাকা থেকে ১টি বিদেশি পিস্তল, ২টি ম্যাগাজিনসহ ২ জন অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে ৫৯ বিজিবি ব্যাটালিয়নের সদস্যরা।
আটককৃতরা হলেন, জেলার শিবগঞ্জ উপজেলার তেলকুপি গ্রামের মৃত জলিলুর রহমানের ছেলে মাজির উদ্দীন (৪৩) ও একই গ্রামের হামেদ আলীর ছেলে জামরুল ইসলাম (৩৫)। এ ঘটনায় একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।
বুধবার রাত ৮ টার দিকে ৫৯ বিজিবির অধিনায়ক লে. কর্নেল গোলাম কিবরিয়ার নেতৃত্বে শিবগঞ্জ উপজেলার আজমতপুর সীমান্তের মেইন পিলার ১৮০/৮ এস হতে আনুমানিক ২ কিলোমিটার অভ্যন্তরে তেলকুপি এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে হাতেনাতে আটক করা হয়।
আজ বৃহস্পতিবার দুপুরে ৫৯ বিজিবি ব্যাটালিয়ন সদর দপ্তরে এক প্রেস বিফ্রিং এ বিষয়টি জানান ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল গোলাম কিবরিয়া।
তিনি আরও জানান, গত ১১মাসে ৫৯ ব্যাটালিয়ন বিজিবি সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে ১২টি পিস্তল, ৪৪ রাউন্ড গুলি ১৭টি ম্যাগাজিনসহ ৯জনকে আটক করেছে।
বিএসডি/ এফ এ