আন্তর্জাতিক ডেস্ক:
দুর্নীতির দায়ে ২২ বছরের কারাদণ্ডপ্রাপ্ত সাবেক প্রেসিডেন্ট পার্ক জিউন-হাইকে ক্ষমা করে দিয়েছেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জায়ে-ইন।
এ বছর ঘাড় ও পিঠে মারাত্মক ব্যাথা নিয়ে হাসপাতালে ভর্তি হন পার্ক জিউন-হাই। ফলে তিনি বর্তমান প্রেসিডেন্টের ক্ষমা পান।
নববর্ষ উপলক্ষে যেসব বন্দি প্রেসিডেন্টের সাধারণ ক্ষমা পেয়েছেন তাদের মধ্যে রয়েছেন পার্ক জিউন-হাই। আজ শুক্রবার ঘোষিত এ ক্ষমা তালিকায় আছেন দক্ষিণ কোরিয়ার প্রথম নারী প্রধানমন্ত্রী হান মাইয়িং-সুক।
গ্রেপ্তারের পর প্রথমে ৩০ বছরের কারাদণ্ড ও ২ হাজার কোটি ইয়োন জরিমানার সম্মুখীন হন পার্ক জিউন-হাই। পরে উচ্চ আদালত জরিমানা কমায়। এ ছাড়া দুর্নীতির দায় ও ক্ষমতার অপব্যবহারের জেরে তাকে মোট ২২ বছরের কারাদণ্ড দেয়া হয়।
সূত্র:ইয়োনহাপ।
বিএসডি/ এলএল