স্পোর্টস ডেস্ক:
আফগানিস্তান অনূর্ধ ১৯ দলের বিপক্ষে পাঁচ ম্যাচের ওয়ানডে ও একটি চারদিনের ম্যাচের সিরিজ শেষ করেছে বাংলাদেশ অনূর্ধ-১৯ দল। ওয়ানডে সিরিজে জিতলেও একমাত্র চারদিনের ম্যাচে হেরে গেছে টাইগার যুবারা। এই সিরিজে নজর কেড়েছেন ব্যাটসম্যান আইচ মোল্লা। করেছেন সেঞ্চুরিও।
তার প্রশংসায় পঞ্চমুখ বাংলাদেশ যুব দলের হেড কোচ নাভিদ নেওয়াজও। সম্প্রতি ক্রিকেট ভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেছেন, দলের ভার বহনের ক্ষমতা আছে আইচের। সঙ্গে জানিয়েছেন, তার দলে সামর্থ্যবান ব্যাটসম্যান আছে আরও।
নাভিদ বলেন, ‘আইচ আমাদের অন্যতম গুরুত্বপূর্ণ খেলোয়াড়। যদিও আমাদের আরও কয়েকজন সামর্থ্যবান খেলোয়াড় আছে বলে আমার মনে হয়। কিন্তু আমি সবসময় বিশ্বাস করি আইচের দলের ভার বহনের ক্ষমতা আছে। আমি এটাকে দেখি দলের একেকজনের একের রকম ভূমিকা হিসেবে। দিনশেষে এটা আসলে দলীয় প্রচেষ্টার ব্যাপার।’
অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশ। আগামী বছরের শুরুতে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে বসবে যুব বিশ্বকাপের আসর। করোনার কারণে এই বিশ্বকাপের প্রস্তুতি ঠিকমতো নেওয়া হয়নি বাংলাদেশের। এ নিয়ে আক্ষেপ ঝরল বিশ্বকাপজয়ী কোচ নাভিদ নেওয়াজের কণ্ঠে।
তিনি বলেছেন, ‘প্রস্তুতির দিক থেকে। আমাদের একটা নির্দিষ্ট সময় ছিল সিরিজের আগে প্রস্তুতির জন্য। সবকিছুর জন্য প্রস্তুত হতে দুই সপ্তাহের মতো সময় ছিল। এটা আসলে আদর্শ না। কারণ জানুয়ারি থেকে আমাদের সব ক্যাম্প বাতিল হয়ে গিয়েছিল। জানুয়ারিতে সিলেটের ক্যাম্পের পর আর কিছু হয়নি। এটা খুব কঠিন করোনার সময়ে।