ক্রিড়া ডেস্ক,
১১ বারের চেষ্টায় টি-টোয়েন্টিতে নিউজিল্যান্ডকে হারিয়েছে বাংলাদেশ। স্পিন সহায়ক উইকেট হলেও পেসারদের অবদানও ছিল সমান। নিউজিল্যান্ডের ১০ উইকেটের মধ্যে ৫টি করে ভাগাভাগি করে নিয়েছেন পেসার ও স্পিনাররা। কিউইদের ৬০ রানে অলআউট করে দিয়ে ৫ ওভার ও ৭ উইকেট হাতে রেখে ম্যাচ জিতে নেয় বাংলাদেশ। আজ সিরিজের দ্বিতীয় ম্যাচে ব্যাটে-বলে দাপট ধরে রাখতে মরিয়া টাইগাররা। অন্যদিকে ঘুরে দাঁড়ানোর পথ খুঁজছে নিউজিল্যান্ড।
শেরে বাংলা স্টেডিয়ামের দুর্ভেদ্য পিচে রান তুলতে ভুগেছে দু’দলই। প্রথম টি-টোয়েন্টিতে ব্যাটিংয়ে নামা সবার স্ট্রাইক রেট ছিল ৮০’র নিচে। টি-টোয়েন্টির যুগে যা ‘বেমানান’।
ক্রিকেটীয় কারণ নিয়ে বিশ্লেষণে না গিয়ে বাংলাদেশ দলের কাছে জয়ই মুখ্য। সেটা সরাসরি বলেও দিয়েছেন ২ উইকেট ও ২৫ রান করে প্রথম ম্যাচের সেরা খেলোয়াড় সাকিব আল হাসান। ম্যাচসেরার পুরস্কার হাতে সাকিব বলেন, ‘সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো আমরা ম্যাচ জিতেছি। এটা আমাদের জন্য খুবই ভালো বিশ্বকাপের পথে এগিয়ে যাওয়ায়। আমার মনে আছে, আমরা ২০০৭ বিশ্বকাপে যখন ভালো করি, তার আগে আমরা অনেকগুলো ম্যাচ জিতেছিলাম টানা, ওয়ানডেতে। ওটা আমাদের সহায়তা করেছিল ২০০৭ বিশ্বকাপে ভালো করতে। আমার মনে হয় এই জয়গুলি দলের আত্মবিশ্বাসকে ভালো অবস্থায় নিয়ে যাবে, যেখানে আমরা বিশ্বকাপে গিয়ে ভালো করতে পারি।’
জয় দিয়ে সিরিজ শুরু করে দারুণ মাইলফলক ছুঁয়েছেন অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ। মাশরাফি বিন মুর্তজাকে ছাড়িয়ে টি-টোয়েন্টিতে দেশের সফল অধিনায়ক মাহমুদুল্লাহ। মাশরাফির নেতৃত্বে ১০ জয়ের বিপরীতে মাহমুদুল্লাহর অধীনে টাইগাররা জিতেছে ১১ ম্যাচ। সিরিজের প্রথম ম্যাচেই কিউইদের লজ্জার রেকর্ডের তেতো স্বাদ দিয়েছে বাংলাদেশ। নিজেদের সর্বনিম্ন স্কোর (৬০ রান) পার করতে পারেনি নিউজিল্যান্ড। বাংলাদেশ অধিনায়ক জানিয়ে রেখেছেন ‘এ তো কেবল শুরু’। মাহমুদুল্লাহ বলেন, ‘সিরিজের প্রথম ম্যাচে জয়টা সবসময়ই গুরুত্বপূর্ণ। তবে এটি কেবলই শুরু। আমাদের আবার মাঠে নেমে এই পারফরমেন্স ধরে রাখতে হবে।’
নিউজিল্যান্ড খুঁজছে সিরিজে ফেরার পথ। সে পথ যে কঠিন সেটা মানছেন অন্তর্বর্তীকালীন কোচ হয়ে বাংলাদেশ সফরে আসা গ্লেন পকন্যাল। তবে এই কিউই কোচ প্রথম ম্যাচ থেকে পাওয়া অভিজ্ঞতা দিয়ে লড়াইয়ের আভাস দিয়ে রাখলেন, ‘আমরা সম্ভবত কন্ডিশন বুঝে উঠতে পারিনি। ধারণারও বাইরে ছিল উইকেটের অবস্থা। আমরা তো বটেই বাংলাদেশের ব্যাটসম্যানরাও সমস্যায় পড়েছিল। আমার ধারণা (প্রথম ম্যাচে) আর ২৫ রান বেশি করতে পারলে দারুণ লড়াই হতো। এখন আমাদের লক্ষ্য কীভাবে ১০০ রান তোলা যায়।’
সিরিজে ফিরতে মরিয়া কিউই অধিনায়ক টম ল্যাথাম বলেন, ভুল থেকে শিক্ষা নিতে চায় তার দল। নিউজিল্যান্ডের সফল উইকেটরক্ষক-ব্যাটসম্যান বলেন, প্রথম ম্যাচে যা হয়েছে আশা করি এখান থেকে অনেক কিছু শিখতে পারবো আমরা। আমাদের জন্য ব্যাপারটি হলো, এই কন্ডিশনে পথ খুঁজে বের করা। দেশের চেয়ে এখানে সবকিছু পুরো আলাদা। তাই বোঝার চেষ্টা করছি, এই উইকেটে ভালো স্কোর কেমন। আমরা বোঝার চেষ্টা করছি এখানে ভালো স্কোর কত এবং সেই স্কোরে আমরা কিভাবে পৌঁছতে পারি। দেশে যে পথ বেছে নেই আমরা, সেটির চেয়ে পুরো ভিন্ন কিছু খুঁজতে হবে। আমি নিশ্চিত, ছেলেরা এখান থেকে অনেক শিখবে।
বিএসডি/এএ