নিজস্ব প্রতিবেদক:
প্রায় সাড়ে ১৩ ঘণ্টা পর দিনাজপুরের পার্বতীপুর যশাই রেলক্রসিং এলাকা থেকে দুর্ঘটনাকবলিত ইঞ্জিন ও চারটি বগি লাইন থেকে অপসারণ করেছে রেলওয়ে কর্তৃপক্ষ। এরপরই পঞ্চগড়-পার্বতীপুর রুটে ফের ট্রেন চলাচল শুরু হয়।
বিকেল ৫ টা ২০ মিনিটে দিনাজপুরের চিরিরবন্দর রেলওয়ে স্টেশন থেকে দ্রুতযান এক্সপ্রেস ট্রেনটি ঢাকার উদ্দেশ্যে রওয়ানা দেয়। ইতিমধ্যে ট্রেনটি দুর্ঘটনা কবলিত এলাকা পার হয়েছে।
দিনাজপুর রেলওয়ে স্টেশন সুপারেন্টেন্ড সুপারিনটেনডেন্ট জিয়াউর রহমান এসব তথ্য নিশ্চিত করেছেন ।
ভোরে ট্রেনটি পার্বতীপুর রেলওয়ে স্টেশন থেকে দিনাজপুর যাচ্ছিল। একই সময় যশাই রেলক্রসিংয়ে একটি বালুবোঝাই ড্রাম্প বিকল হয়ে পড়ে। ঘন কুয়াশা থাকায় ট্রেনটি স্বজোরে বালুর ট্রাককে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে ট্রেনের ইঞ্জিন ও ট্রাকটি দুমড়ে-মুচড়ে যায়। সঙ্গে সঙ্গে ট্রেনের ইঞ্জিন ও পেছনে থাকা চারটি বগি পাশের ক্ষেতে উল্টে যায়। দুর্ঘটনার পর থেকে পার্বতীপুর থেকে পঞ্চগমমুখী ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।
বিএসডি/ এলএল