বর্তমান সময়
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • অর্থনীতি
  • অপরাধ
    • আইন আদালত
  • খেলাধূলা
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • বিনোদন
    • লাইফস্টাইল
    • পর্যটন
    • যোগাযোগ
  • অন্যান্য
    • সারাবাংলা
    • শিক্ষাঙ্গন
    • আজকের চট্টগ্রাম
    • কৃষি ও পরিবেশ
    • এক্সক্লুসিভ
    • ধর্ম
    • মিডিয়া
    • মুক্তমত
    • রকমারি
    • স্বাস্থ্য
    • সম্পাদকীয়
    • সাক্ষাৎকার
ব্রেকিং নিউজ
তিন দফার, এক দফা বাকি থাকতেও রাস্তা ছাড়বো না :...
পাকিস্তানের গোলায় বিএসএফ জওয়ান নিহত
আ. লীগ নিষিদ্ধের দাবি আদায় করেই জনতা ঘরে ফিরবে :...
কার্গিল যুদ্ধে লড়েছেন নানা পাটেকর, ছিলেন কর্নেল পদে
যুদ্ধবিরতির পরও প্রস্তুত থাকার ঘোষণা ভারতীয় বাহিনীর
যুদ্ধবিরতির পরও ভারতের কাশ্মিরে বিকট বিস্ফোরণ
পারিবারিক অনুষ্ঠানে গেলেন খালেদা জিয়া
টাইমলাইন : যেভাবে ভারত-পাকিস্তান যুদ্ধবিরতি
যুদ্ধবিরতিতে পাকিস্তানে আনন্দ-উল্লাস, জয় হয়েছে বলছেন দেশটির মানুষ
ভারতের সশস্ত্র বাহিনীর প্রধানদের সঙ্গে মোদির জরুরি বৈঠক
বর্তমান সময়
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • অর্থনীতি
  • অপরাধ
    • আইন আদালত
  • খেলাধূলা
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • বিনোদন
    • লাইফস্টাইল
    • পর্যটন
    • যোগাযোগ
  • অন্যান্য
    • সারাবাংলা
    • শিক্ষাঙ্গন
    • আজকের চট্টগ্রাম
    • কৃষি ও পরিবেশ
    • এক্সক্লুসিভ
    • ধর্ম
    • মিডিয়া
    • মুক্তমত
    • রকমারি
    • স্বাস্থ্য
    • সম্পাদকীয়
    • সাক্ষাৎকার
আন্তর্জাতিক

দিল্লিতে লোকসভা ভোটে জিতলেও বিধানসভায় ব্যর্থ কেন বিজেপি?

কর্তৃক news editor জানুয়ারি ৬, ২০২৫
জানুয়ারি ৬, ২০২৫ ০ মন্তব্য 46 ভিউজ
আন্তর্জাতিক ডেস্ক

ভারতের রাজধানী নয়াদিল্লির বিধানসভা নির্বাচন আসন্ন। সেখানে বিধানসভা ভোটে টানা ছয়বার হারের পর সপ্তমবার জয়ের লক্ষ্য নিয়ে নির্বাচনী ময়দানে নামছে বিজেপি। প্রথম তিনবার কংগ্রেসের কাছে হারের পর দিল্লির বিধানসভা ভোটে বিজেপিকে লিড করার সুযোগই দেয়নি আম আদমি পার্টি।

প্রায় তিন দশক ধরে ওই রাজ্যে ক্ষমতায় নেই বিজেপি। অন্যদিকে, গত তিনটি লোকসভা নির্বাচনে দিল্লির সব আসন জিতেছে। কিন্তু বিধানসভা ভোটে তারা মোটেই সাফল্য পায়নি। এর মধ্যে রাজ্য বিজেপির নেতৃত্বে একাধিক বদল এসেছে, নতুন মুখও সামনে আনা হয়েছে। তা সত্ত্বেও বিধানসভা ভোটে তার কোনও প্রভাব পড়েনি।

এবার দিল্লি বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণার আগে থেকেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ-সহ বিজেপির প্রথম সারির নেতাদের ভোটের ময়দানে দেখা যাচ্ছে।

এই পরিস্থিতিতে প্রশ্ন উঠছে যে আসন্ন বিধানসভা ভোটে কি ছবিটা বদলাবে?

দিল্লি বিধানসভা নির্বাচনের আগে বিজেপি ও কংগ্রেসের বড় নেতারা ক্ষমতাসীন দিল্লি সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলেছেন। প্রধানমন্ত্রী মোদি আম আদমি পার্টিকে (এএপি) কটাক্ষ করে ‘আপ-দা’ বলে সম্বোধন করেছেন। আম আদমি পার্টিকে ‘আপদ’ বলছেন তিনি।

তিনি বলেছেন, ‘‘দিল্লিতেও একটাই আওয়াজ প্রতিধ্বনিত হচ্ছে আপ-দা (আপদ) সহ্য করব না, বদলে ছাড়ব। এখন দিল্লি উন্নয়নের ধারা দেখতে চায়।’’ অন্যদিকে, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও অরবিন্দ কেজরিওয়ালকে নিশানা করে তোপ দেগেছেন। তার অভিযোগ, মুখ্যমন্ত্রী থাকাকালীন দিল্লির মুখ্যমন্ত্রীর বাসভবনকে ‘শীশ মহল’ বানিয়েছিলেন কেজরিওয়াল।

আম আদমি পার্টির সাংসদ সঞ্জয় সিং আবার পাল্টা অভিযোগ তুলেছেন। তার দাবি, জনগণকে দেওয়া নিজেদের প্রতিশ্রুতির দিকে নজর দেওয়া উচিত প্রধানমন্ত্রী ও তার দলের। সঞ্জয় সিং বলেছেন, ১৫ লাখ দেওয়ার নামে মিথ্যা কথা বলা হয়েছে, কালো টাকা আনার নামে মিথ্যা বলা হয়েছে, ফসলের দাম দ্বিগুণ করার নামে মিথ্যা বলা হয়েছে, ২০২২ সালের ১৫ আগস্ট পর্যন্ত পাকা বাড়ি দেওয়ার নামে মিথ্যাচার করা হয়েছে। প্রধানমন্ত্রী ও তার দল কী করেছে?

‘‘এক বছরে ৩৭ লাখ শিশু সরকারি স্কুল ছেড়েছে, তার কোনও হিসাব রয়েছে। কেবল উত্তরপ্রদেশেই সাত লাখেরও বেশি শিশু সরকারি স্কুল ছেড়ে দিয়েছে।’’

• বিজেপিতে স্থানীয় নেতার অভাব

গত বিধানসভা অর্থাৎ ২০২০ সালের ভোটের কথা মাথায় রেখে অনুমান করা যেতে পারে ফেব্রুয়ারিতে দিল্লিতে বিধানসভা নির্বাচন কেমন হতে পারে। এই আবহে দিল্লির অন্য দুই প্রধান দল, বিজেপি ও কংগ্রেস সে রাজ্যে ক্ষমতায় থাকা আম আদমি পার্টিকে ক্রমাগত নিশানা করে চলেছে। কেজরিওয়াল সরকারের বিরুদ্ধে দুর্নীতি থেকে শুরু করে দিল্লির উন্নয়ন পর্যন্ত একাধিক বিষয়কে কেন্দ্র করে প্রশ্ন তুলেছে তারা।

প্রবীণ সাংবাদিক বিনোদ শর্মা বলছেন, দিল্লিতে আম আদমি পার্টি কংগ্রেসকে ক্ষমতা থেকে উৎখাত করেছে। এখানকার মানুষ আপ সরকারের নীতি পছন্দ করেন। যার মধ্যে- বিনামূল্যে বিদ্যুৎ, বিনামূল্যে জল-সহ একাধিক পরিষেবা রয়েছে।

বিনোদ শর্মার মতে, দিল্লির বাসিন্দারা মনে করেন আম আদমি পার্টি সরকার যে প্রতিশ্রুতি দেয়, সেটা তারা পূরণ করে। সেই জন্য এখানকার মানুষ বিজেপিকে ভোট দেয় না। তাছাড়া দিল্লিতে গেরুয়া শিবিরে তেমন কোনও স্থানীয় নেতার অভাবকেও একটা বড় কারণ বলে মনে করেন তিনি।

তার কথায়, ‘‘দিল্লিতে মদন লাল খুরানা বা কেদারনাথ সহানীর মতো স্থানীয় নেতা আর বিজেপির নেই। তাই প্রধানমন্ত্রী নির্বাচনী প্রচারণায় যাওয়ার পরও হারের সম্মুখীন হতে হচ্ছে।

এই মুহূর্তে বিজেপিতে মদনলাল খুরানা বা সাহেব সিং ভার্মার মতো নেতা নেই যাদের অবস্থান বেশ মজবুত। দিল্লির প্রবীণ সাংবাদিক নীরজা চৌধুরী বলেন, কেন্দ্রীয় স্তরে মোদির যে বিশ্বাসযোগ্যতা রয়েছে সেটা দিল্লিতে বিজেপির নেই। দল এমন কাউকে এগিয়ে দিতে পারেনি যাকে জনগণ বিশ্বাস করতে পারে বা যে নেতা কেজরিওয়ালকে চ্যালেঞ্জ জানাতে পারেন।

তাদের যুক্তি দিল্লি সরকারের মহল্লা ক্লিনিক, বিদ্যুৎ, জল, বিনামূল্যে যাতায়াতের মতো প্রকল্প থেকে মানুষ সরাসরি উপকৃত হচ্ছেন। তাই তারা অন্য কোথাও যেতে চান না।

• কার ক্ষমতা কতটা?

দিল্লিতে বিধানসভা ভোটে বিজেপি শেষবার জিতেছিল ১৯৯৩ সালে। দিল্লির মুখ্যমন্ত্রী হন মদন লাল খুরানা। সেই সময় বিজেপির জয়ে ভোট ভাগাভাগিও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল বলে মনে করা হয়। সে বছরের নির্বাচনে, ভিপি সিংয়ের মণ্ডল রাজনীতির প্রভাব দিল্লিতেও স্পষ্টভাবে দৃশ্যমান ছিল। জনতা দল রাজ্যের ১২ শতাংশেরও বেশি ভোট পেয়েছিল। যেখানে কংগ্রেসের ঝুলিতে ছিল প্রায় ৩৫ শতাংশ ভোট এবং বিজেপি পেয়েছিল প্রায় ৪৩ শতাংশ ভোট।

সেই কারণেই বলা হয়, দিল্লিতে বিজেপির জয়ের জন্য ভোট ভাগাভাগির বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে ১৯৯৩ সালে ৪৯টি আসন পাওয়া সত্ত্বেও সেই সময় পাঁচ বছরে তিনবার দিল্লির মুখ্যমন্ত্রী বদল করতে হয়েছিল বিজেপিকে।

বিজেপি প্রথমে মদন লাল খুরানা, তারপর সাহেব সিং ভার্মা এবং সবশেষ সুষমা স্বরাজকে দিল্লির মুখ্যমন্ত্রী করে। বলা হয়, সেই সময় পেঁয়াজের চড়া দামের ফলে বিজেপিকে দীর্ঘদিন ধরে তার মাশুল গুনতে হয়েছিল। এরপর প্রায় তিন দশক ধরে দিল্লিতে আর ক্ষমতাতেই আসতে পারেনি বিজেপি।

দিল্লির বাসিন্দারা পরপর তিনটি বিধানসভা নির্বাচনে কংগ্রেসকে ভোট দিয়ে জয়ী করে। শীলা দীক্ষিত দিল্লির মুখ্যমন্ত্রী হন। বিশেষজ্ঞদের মতে, আম আদমি পার্টি প্রতিষ্ঠার পর দিল্লির মানুষ অরবিন্দ কেজরিওয়ালের দলকে পছন্দ করেছে। কিন্তু বিজেপির মতো পুরোনো দলকে বিশ্বাস করতে পারেনি।

২০১৩ সালের দিল্লি বিধানসভা নির্বাচনে বিজেপি পেয়েছিল ৩১টি আসন। এরপর ২০১৫ সালের বিধানসভা নির্বাচনে মাত্র তিনটি আসন এবং ২০২০ সালে আটটি আসন নিয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে বিজেপিকে।

গত তিনটি লোকসভা নির্বাচনে অর্থাৎ ২০১৪, ২০১৯ এবং ২০২৪ সালে বিজেপি দিল্লির সাতটির মধ্যে সবকটি আসনই জিতেছিল। মনোবিজ্ঞানী এবং সিএসডিএসের অধ্যাপক সঞ্জয় কুমার ব্যাখ্যা করে বলেন, ‘‘যে সময় বিজেপি কংগ্রেসের কাছে দিল্লিতে হেরে যাচ্ছিল, সেই সময় বিজেপি কিন্তু খুব শক্তিশালী দল ছিল না। তবে মোদি আসার পর দলকে শক্তিশালী করলেও বিজেপি দিল্লিতে জিততে পারেনি।’’

সঞ্জয় কুমার মনে করেন, দিল্লির ভোটাররা ঠিক করে ফেলেছেন, তারা লোকসভায় বিজেপিকে এবং বিধানসভায় আম আদমি পার্টিকে ভোট দেবেন।

• দিল্লিতে বিজেপির পরীক্ষা-নিরীক্ষা

দিল্লিতে ২০২০ সালে অনুষ্ঠিত বিধানসভা নির্বাচনের কথা বলতে গেলে আম আদমি পার্টি সেখানে প্রায় ৫৪ শতাংশ ভোট পেয়েছিল। বিজেপির ঝুলিতে ছিল ৪০ শতাংশের কাছাকাছি ভোট এবং কংগ্রেস পেয়েছিল ৪ শতাংশের মতো ভোট।

২০১৯ সালের লোকসভা নির্বাচনে দিল্লিতে বিজেপি ৫৬ শতাংশ, আম আদমি পার্টি ১৮ শতাংশ এবং কংগ্রেস প্রায় ২৩ শতাংশ ভোট পেয়েছিল। বিধানসভা নির্বাচনে বিজেপির পরাজয়ের বড় কারণ দিল্লির বস্তি, দলিত ও মুসলিম ভোটের একটা বড় অংশ বলে মনে করা হচ্ছে।

নীরজা চৌধুরী মনে করেন, দিল্লিতে বিজেপি বিভিন্ন পন্থা ব্যবহার করেছে। কখনও তারা কিরণ বেদীকে এনেছে, কংগ্রেস থেকে অরবিন্দর সিং লাভলিকে নিয়ে এসেছে আবার কখনও বা হর্ষ বর্ধনের ওপর বাজি ধরছে। দিল্লিতে তারা নেতা বদল করলেও এমন কাউকে আনতে পারেনি যাকে সামনে রেখে এগোনো যায় বা তুলে ধরা যায়।

সমাজের সব অংশের ভোটারদের আকৃষ্ট করতে বিজেপি গত কয়েক বছরে দিল্লির পূর্বাঞ্চলী, পাঞ্জাবীর মতো প্রতিটা সম্প্রদায় থেকে আসা নেতাদের রাজ্য ইউনিটের সভাপতি হিসাবে নিয়োগ করেছে। এর মধ্যে রয়েছেন বর্তমান রাজ্য সভাপতি বীরেন্দ্র সচদেব ও আদেশ গুপ্তা, মনোজ তিওয়ারি, সতীশ উপাধ্যায়, বিজেন্দ্র গুপ্তা, হর্ষবর্ধন এবং ওপি কোহলির মতো নেতারা।

এদিকে, কেন্দ্রে নরেন্দ্র মোদির সরকার গঠনের পর বিজেপি অনেক রাজ্যে জিতলেও দিল্লিতে কিন্তু এখনও বিধানসভা ভোটে জিততে পারেনি। অধ্যাপক সঞ্জয় কুমার বিশ্বাস করেন, আপনি যদি মন দিয়ে দেখেন তাহলে লক্ষ্য করবেন যে শক্তিশালী হওয়ার পরেও বিজেপি যেখানেই জিতেছে, সেখানে কংগ্রেসকে পরাজিত করে জিতেছে। দিল্লিতে কংগ্রেসকে হারানোর আগেই আম আদমি পার্টির মধ্য দিয়ে বিজেপির চেয়ে ভালো বিকল্প দেখতে পেয়েছে মানুষ।

দিল্লির আসন্ন বিধানসভা নির্বাচনের আবহে প্রতিটা দলই তাদের পূর্ণ শক্তি দিয়ে চেষ্টা করে চলেছে। বিজেপি বিরোধী জোট ইন্ডিয়া ব্লকের দুই শরিক-কংগ্রেস ও আম আদমি পার্টি এই নির্বাচনে পৃথক পৃথকভাবে প্রতিদ্বন্দ্বিতা করছে। রণকৌশলের অঙ্গ হিসেবে অরবিন্দ কেজরিওয়ালের বিপরীতে কংগ্রেস প্রার্থী করেছে দিল্লির সাবেক মুখ্যমন্ত্রী শীলা দীক্ষিতের ছেলে সন্দীপ দীক্ষিতকে।

কংগ্রেস ক্রমাগত আম্বেদকর এবং সংবিধান সম্পর্কে কথা বলে চলেছে এবং দলিত ভোটারদের ওপর বিশেষ নজর দিচ্ছে। কংগ্রেস যদি রাজ্যে তাদের কৌশলে সফল হয় এবং ভালো ভোট পায়, তাহলে দিল্লির নির্বাচন বেশ আকর্ষণীয় হতে চলেছে বলেই মনে করা যেতে পারে। সেক্ষেত্রে কোনও সম্ভাবনাই উড়িয়ে দেওয়া যাবে না। বিবিসি বাংলা।

০ মন্তব্য
0
FacebookTwitterPinterestLinkedinWhatsappEmail
পূর্ববর্তী পোস্ট
কলকাতা বিমানবন্দরে আটকা পড়েছেন ২২০ বাংলাদেশি
পরের পোস্ট
টিউলিপ সিদ্দিকের দুর্নীতি নিয়ে যা বললেন ব্রিটিশ প্রধানমন্ত্রী

সম্পর্কিত পোস্ট

পাকিস্তানের গোলায় বিএসএফ জওয়ান নিহত

মে ১০, ২০২৫

যুদ্ধবিরতির পরও প্রস্তুত থাকার ঘোষণা ভারতীয় বাহিনীর

মে ১০, ২০২৫

যুদ্ধবিরতির পরও ভারতের কাশ্মিরে বিকট বিস্ফোরণ

মে ১০, ২০২৫

টাইমলাইন : যেভাবে ভারত-পাকিস্তান যুদ্ধবিরতি

মে ১০, ২০২৫

যুদ্ধবিরতিতে পাকিস্তানে আনন্দ-উল্লাস, জয় হয়েছে বলছেন দেশটির মানুষ

মে ১০, ২০২৫

ভারতের সশস্ত্র বাহিনীর প্রধানদের সঙ্গে মোদির জরুরি বৈঠক

মে ১০, ২০২৫

সেনাদের সীমান্তে আনছে পাকিস্তান, নিচ্ছে হামলার প্রস্তুতি

মে ১০, ২০২৫

ভারতের জম্মু-কাশ্মির থেকে হজ ফ্লাইট বাতিল

মে ১০, ২০২৫

ভারতের ৭৭টি ড্রোন ভূপাতিত করল পাকিস্তান

মে ৯, ২০২৫

ব্লুমবার্গের প্রতিবেদন : অস্ত্রের উৎপাদন বাড়িয়েছে ভারত

মে ৯, ২০২৫

মতামত দিন উত্তর বাতিল করুন

পরবর্তী বার মন্তব্য করার জন্য এই ব্রাউজারে আমার নাম, ইমেল এবং ওয়েবসাইট সংরক্ষণ করুন।

জনপ্রিয় পোস্ট

  • 1

    শেখ হাসিনা মানুষ হিসেবে কেমন?

    সেপ্টেম্বর ২, ২০২২
  • ঘুরে আসুন মেঘের রাজ্যে

    সেপ্টেম্বর ৮, ২০২১
  • নারীর ক্ষমতায়ন ও দরিদ্রতা নিরসনে ক্ষুদ্রঋণ কার্যক্রম অত্যন্ত গুরুত্বপূর্ণ — আশা

    ফেব্রুয়ারি ৪, ২০২২
  • সুখী হওয়ার সাইকোলজিক্যাল টিপস

    আগস্ট ১৮, ২০২১
  • ঘুরে আসুন রাতারগুলে মিঠাপানির বনাঞ্চল

    সেপ্টেম্বর ১৬, ২০২১
  • আজই ঘুরে আসুন নিকলী হাওর

    সেপ্টেম্বর ৬, ২০২১
  • করোনা যুদ্ধে পিছিয়ে নেই ঢাবি – সাক্ষাৎকারে উপাচার্য

    আগস্ট ৩, ২০২১
  • 8

    অর্থ না থাকলে শুভাকাঙ্খীরাও পাশে থাকে না

    জুন ২৮, ২০২২

যোগাযোগ করুন

অফিস: ই ২২/৬ পল্টন চায়না টাউন ৬৭/১ নয়া পল্টন,ঢাকা -১০০০
ফোন: +8801675133344, +8801711356270
ওয়েবসাইট: bortamansomoy.com
ইমেইল: bartomansomoy@gmail.com

সম্পাদকদের বাছাই

  • আশার বাতিঘর দেশরত্ন শেখ হাসিনা

  • স্ত্রী ডিভোর্স দিলেই কি দেনমোহর বাতিল হয়ে যায়?

  • পুরাতন দত্তক আইনে অনিরাপদ এতিমদের ভবিষ্যৎ

  • করোনাকালে ৮ সেপ্টেম্বর আন্তর্জাতিক সাক্ষরতা দিবস

ফেসবুকে সকল নিউজ পেতে লাইক করুন

Facebook
  • About Us
  • Contact Us
  • Privacy Policy

© ২০২৩ বর্তমান সময় । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।

Developed By Deshi Hosting

bn Bengali
bn Bengalien English