এদিকে আজ সোমবার স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী, দিল্লিতে নতুন করে ৪ হাজার নতুন করোনা রোগী শনাক্ত হয়েছে। এ সময়ে শনাক্তের হার বেড়েছে ৬ দশমিক ৫ শতাংশ। এখন পর্যন্ত ভারতের ২৩টি রাজ্যে ওমিক্রন সংক্রমণের খবর দিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। এসব রাজ্যের মধ্যে শীর্ষে রয়েছে মহারাষ্ট্র। সেখানে অন্তত ৫১০ জন করোনার নতুন এই ধরনে আক্রান্ত হয়েছেন। আর ৩৫১ জনের শরীরে ওমিক্রন শনাক্ত হয়েছে।
গতকাল রোববার দিল্লিতে ৩ হাজার ১৯৪ জনের করোনা শনাক্ত হয়। এই হার আগের দিন শনিবারের তুলনায় ১৫ শতাংশ বেশি। এদিন করোনায় সংক্রমিত একজনের মৃত্যু হয়েছে। রোববার সন্ধ্যা পর্যন্ত সর্বশেষ তথ্যে ২৫ হাজার ১০৯ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
করোনা সংক্রমণ ঊর্ধ্বমুখী হওয়া সত্ত্বেও স্বাস্থ্যমন্ত্রী সত্যেন্দর জৈন বলেছেন, পরিস্থিতি এখন পর্যন্ত নিয়ন্ত্রণে আছে। কারণ হিসেবে বলেন ওমিক্রন শনাক্ত রোগীদের শারীরিক অবস্থার তেমন অবনতি হয়নি, এ ছাড়া সবাইকে হাসপাতালেও ভর্তি হতে হয়নি।
সূত্র:পিটিআই।
বিএসডি/ এলএল