নিজস্ব প্রতিবেদক:
ফেনীর সোনাগাজীতে জেলের জালে ধরা পড়া দুটি বড় আকারের ইলিশ ১৬ হাজার ৮শ টাকা বিক্রি হয়েছে। গত কয়েকদিন যাবৎ বড় ফেনী নদীতে আরো কয়েকটি বড় আকারের মাছ ধরা পড়েছে বলে খবর পাওয়া গেছে।
রোববার (২৬ জুন) সন্ধ্যায় দেশের বঙ্গোপসাগরের উপকূলীয় অঞ্চল সোনাগাজীর ফেনী নদীতে মানিক মিয়ার জালে ইলিশ দুটি ধরা পড়ে।
জেলে মানিক মিয়া জানান, তিনিসহ আরো ৫ জন উপজেলার চর খোন্দকার এলাকায় নদীতে জাল দিয়ে মাছ ধরছিলেন। এসময় তাদের জালে বড় আকারের দুটি ইলিশ ধরা পড়ে। তাৎক্ষণিক মাছগুলো সোনাগাজী বাজারে নিয়ে এলে নেয়ামত উল্লাহ নামের এক ব্যবসায়ী মাছ দুটি পাইকারী কিনে জেলা শহরে নিয়ে যান। সেখানে তিনি ইলিশ দুটি ১৬ হাজার ৮০০ টাকায় বিক্রি করেন।
নেয়ামত উল্লাহ জানান, বিক্রি হওয়া একটি ইলিশের ওজন ৩ কেজি ৫০ গ্রাম, অপরটি ২ কেজি ৯৫০ গ্রাম। সাধারণত এত বড় আকারের ইলিশ পাওয়া যায় না বলে তিনি জানান।
উপজেলা মৎস্য কর্মকর্তা তূর্য সাহা বলেন, মা ইলিশ সংরক্ষণ অভিযান সফল হওয়ায় নদীতে এখন বড় মাছ পাওয়া যাচ্ছে। নিষিদ্ধ সময়ে মাছ না ধরায় সমুদ্রে মাছের আকার বড় হওয়ার সুযোগ পেয়েছে। আগামীতে আরো বড় আকারের মাছও পাওয়া যেতে পারে বলে মনে করেন এ কর্মকর্তা।
বিএসডি/ফয়সাল