আন্তর্জাতিক ডেস্ক:
দুদিনের মধ্যেই ইউক্রেনের রাজধানী কিয়েভ দখলের পরিকল্পনা ছিল রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের। এমন ধারণা যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার (সিআইএ) প্রধান উইলিয়াম বার্নসের। খবর বিবিসির।
মঙ্গলবার কংগ্রেসের একটি শুনানিতে উইলিয়াম বার্নস বলেন, আমার ধারণা, পুতিন এখন খুবই রাগান্বিত ও হতাশ হয়ে আছেন। তিনি এখন দ্বিগুণ শক্তি বাড়াবেন এবং ইউক্রেনের সামরিক বাহিনীকে পর্যুদস্ত করতে সব কিছুই করবেন, তাতে যতই বেসামরিক প্রাণহানি হোক না কেন।
তিনি বলেছেন, বহু বছর ধরেই ক্ষোভ এবং উচ্চাকাঙ্ক্ষার এক মিশেলের মধ্যে রয়েছেন পুতিন।
২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান শুরুর পর থেকেই রাজধানী কিয়েভের দখল নিতে চাইছে রাশিয়া। কিন্তু ইউক্রেনের সাধারণ জনগণ ও সেনাদের প্রতিরোধের মুখে রাজধানীতে পৌঁছাতে পারেনি তারা।
প্রথম দিকে রাশিয়ার পরিকল্পনা ছিল হামলা করেই সবার আগে কিয়েভের দখল নেবে। কিন্তু তাদের সেই পরিকল্পনা বাস্তবায়িত হয়নি।
এর পর রুশ কমান্ডাররা তাদের পরিকল্পনায় পরিবর্তন আনেন। বর্তমানে তারা ইউক্রেনের অন্য বড় শহরগুলো দখলে নেওয়ার চেষ্টা করছে।
কিন্তু কিয়েভের দখল নেওয়ার ব্যাপারে হাল ছাড়েনি তারা। চারদিক থেকে রাজধানীকে ঘিরে রেখেছে। ফলে যে কোনো সময় রুশদের হাতে কিয়েভের পতন ঘটতে পারে।
এদিকে মঙ্গলবার পর্যন্ত ইউক্রেনে ক্রমেই আক্রমণ বাড়িয়েছে রাশিয়া। বিভিন্ন শহর-নগর অবরুদ্ধ করে অগ্রসর হচ্ছে রুশ বাহিনী। বাড়ছে যুদ্ধের তীব্রতা, বিপন্ন হচ্ছে মানবিকতা। সহিংসতা থেকে বাঁচতে জীবন নিয়ে পালাচ্ছেন মানুষ।
বেসামরিক লোকজনকে সরিয়ে দিতে উভয়পক্ষ পাঁচ শহরে যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। আতঙ্কে শহর ছেড়ে প্রতিবেশী দেশগুলোতে আশ্রয় নিচ্ছে অনেকে।
মঙ্গলবার পর্যন্ত অন্তত ২০ লাখ ইউক্রেনীয় দেশ ছেড়েছেন।
বিএসডি/ এমআর