নিজস্ব প্রতিবেদক:
গুণগত মান সনদ (সিএম লাইসেন্স) ছাড়া বিস্কুট, কেক ও পাউরুটি তৈরি, বিক্রয়, বিতরণ ও বাজারজাতের অপরাধে দুই বেকারিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে বিএসটিআই।
সোমবার বিএসটিআইয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট রাশিদা আক্তারের নেতৃত্বে পুলিশের সহযোগিতায় বাড্ডা থানা এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এ জরিমানা করা হয়।
অভিযানকালে উপরোক্ত অপরাধে উত্তর বাড্ডার নিউ ঢাকা বেকারি এবং অভি ব্রেড অ্যান্ড বিস্কুট ফ্যাক্টরিকে ২৫ হাজার টাকা করে জরিমানা করা হয়।
বিএসডি / আইকে