খেলাধূলা প্রতিনিধি:
এশিয়া কাপের আগে নেদারল্যান্ডসের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলছে পাকিস্তান। রটার্ডামে মঙ্গলবার প্রথম ওয়ানডেতে ডাচদের বিপক্ষে ১৬ রানে জিতেছে বাবর আজমের দল।
টসে জিতে আগে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেটে ৩১৪ রান সংগ্রহ করে পাকিস্তান। ওপেনার ফখর জামান ১০৯ বলে ১০৯ রান করেন। অধিনায়ক বাবর আজমের ব্যাট থেকে এসেছে ৮৫ বলে ৭৪ রান। শেষদিকে ঝোড়ো ইনিংস খেলেছেন শাদাব খান ও আগা সালমান।
শাদাব ২৮ বলে ৪৮ ও সালমান ১৬ বলে ২৭ রানে অপরাজিত থাকেন। ডাচদের হয়ে বাস ডি লিডে ও বেন বিক ২টি করে উইকেট লাভ করেন।
৩১৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে নেদারল্যান্ডসও খারাপ খেলেনি। অধিনায়ক স্কট এডোয়ার্সের ৭১*, বিক্রমজিৎ ও টম কুপারের ৬৫ রানের সুবাদে ৫০ ওভারে ৮ উইকেটে ২৯৮ রান তুলে তারা। অভিষিক্ত পাক পেসার নাসিম শাহ শিকার করেছেন তিন উইকেট। হারিস রওফও পেয়েছেন সমান উইকেট।
ম্যাচসেরা হয়েছেন ফখর জামান। ১৬ রানের এই জয়ের ফলে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল পাকিস্তান।
বিএসডি/ এমআর