নিজস্ব প্রতিবেদক
করোনার উর্ধ্বমুখী সংক্রমণ তাণ্ডব দমাতে সারাদেশে গণটিকাদান কর্মসূচি হাতে নিয়েছে সরকার। এরই মধ্যে প্রত্যন্ত অঞ্চলেও পৌঁছে গেছে টিকা। প্রতিদিন অসংখ্য মানুষ এই মরণব্যাধি প্রতিরোধী টিকা নিচ্ছেন। আর এই কার্যক্রম অব্যাহত রাখতে বিভিন্ন খাত থেকে দেশে আসছে করোনার সংক্রমণ প্রতিরোধী টিকা।
এরই ধারাবাহিকতায় কোভ্যাক্সের আওতায় চীন থেকে উপহার হিসেবে পাওয়া সিনোফার্মের আরও ১৭ লাখ টিকা আসছে বাংলাদেশে। ইতোমধ্যেই বেইজিং থেকে স্থানীয় সময় মঙ্গলবার (১০ আগস্ট) ভোর ৫টা ২৫ মিনিটে এসব টিকা নিয়ে একটি ফ্লাইট ঢাকার উদ্দেশে রওয়ানাও দিয়েছে।
মঙ্গলবার সকালে বাংলাদেশে চীনা দূতাবাসের ডেপুটি চিফ অব মিশন হুয়ালং ইয়ান নিজের ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টে এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, কোভ্যাক্সের আওতায় সিনোফার্মের ১৭ লাখ টিকা নিয়ে একটি ফ্লাইট বেইজিং থেকে ভোর ৫টা ২৫ মিনিটে বাংলাদেশের উদ্দেশে ছেড়েছে। সকালের মধ্যেই এই টিকা ঢাকায় পৌঁছাবে। এছাড়া চীন এবং বাংলাদেশ শিগগিরই টিকার যৌথ উৎপাদনে যাবে বলেও তিনি তার পোস্টে উল্লেখ করেছেন।
উল্লেখ্য, এর আগেও কয়েক দফায় বাংলাদেশকে করোনা প্রতিরোধী টিকা পাঠিয়েছে চীন।
বিএসডি/এমএম