নিজস্ব প্রতিবেদক:
ফ্যাসিবাদী রাষ্ট্রে কোনো মানুষই এখন ভালো নেই। এ দেশে কৃষক-শ্রমিক জনতা সকল মানুষই নিপীড়িত ও অধিকার বঞ্চিত। কৃষি উপকরণ, সেচ, সার, কীটনাশকের মূল্য পরিশোধ করতে গিয়ে কৃষকের এখন ত্রাহি অবস্থা।
বুধবার (৬ অক্টোবর) দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে কৃষক দলের মতবিনিময় সভায় এ কথা বলেন বক্তারা। বিএনপির অঙ্গসংগঠন কৃষক দলের নবগঠিত (আংশিক) কমিটির নেতারা ময়মনসিংহ দক্ষিণ জেলা, ময়মনসিংহ মহানগর, বগুড়া জেলা এবং ঢাকা মহানগরের মুগদা, বংশাল, গেণ্ডারিয়া, শাহজাহানপুর, মতিঝিল, পল্টন, খিলগাঁও, ওয়ারী ও কোতোয়ালি থানার নেতাদের সঙ্গে মতবিনিময় করেন।
এ সময় বক্তারা বলেন, উৎপাদিত পণ্যের ন্যায্যমূল্য পাচ্ছে না কৃষক। এরমধ্যেই চাঁদাবাজ ও মধ্যস্বত্বভোগী দালালরা সব লুটেপুটে খাচ্ছে। সুতরাং এ কৃষকবিরোধী, গণতন্ত্রবিরোধী অপশক্তিকে যদি এখনই ক্ষমতা থেকে উচ্ছেদ করা না যায় তাহলে কৃষক বাঁচবে না, দেশ বাঁচবে না। এ জন্য সব পর্যায়ে কৃষক দলকে ঐক্যবদ্ধ আন্দোলন-সংগ্রামের জন্য প্রস্তুত থাকতে হবে।
মতবিনিময় সভায় কৃষক দলের নবগঠিত কমিটির সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন, সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল প্রমুখ উপস্থিত ছিলেন।