নিজস্ব প্রতিবেদক:
পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, পর্যায়ক্রমে দেশের সব উপজেলায় কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের পরিকল্পনা রয়েছে সরকারের।
রোববার (১২ সেপ্টম্বর) সুনামগঞ্জ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন পরিকল্পনামন্ত্রী।
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় জানায়, কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মন্ত্রী ইমরান আহমদ।
পরিকল্পনামন্ত্রী বলেন, হাওর এলাকার মানুষ আমরা। আমাদের প্রকৃত বন্ধু শেখ হাসিনা। তিনি হাওরের উন্নয়নে কাজ করার জন্য আমাকে নির্দেশনা দিয়ে চলেছেন, যা বাস্তবায়নে আমি কাজ করে যাচ্ছি। আমি মন্ত্রীর জন্য লালায়িত নই, প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়নে আমার হাওরাঞ্চলের গরিব মা-চাচি, বাপ-দাদার জন্য কাজ করতে চাই। সুনামগঞ্জের সবগুলো উপজেলায় কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের পরিকল্পনা রয়েছে সরকারের।
দলমত নির্বিশেষ সবাই ঐক্যবদ্ধ হয়ে উন্নয়নের পক্ষে কাজ করতে হবে। তবেই এই দেশ বিশ্বের দরবারে মাথা উচু করে দাঁড়াবে, বলেন এম এ মান্নান।
প্রবাসী কল্যাণমন্ত্রী বলেন, ‘কারিগরি শিক্ষায় প্রশিক্ষিত না হলে কোনো দেশ তার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারে না। এই কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধনের মাধ্যমে হাওর ও ভাটি বাংলার মানুষের কারিগরি শিক্ষার নতুন দ্বার উন্মোচিত হলো। এখানে শিক্ষার্থীদের জন্য আবাসিকের ব্যবস্থা করা হয়েছে।’
শিগগিরই সুনামগঞ্জ জেলার উপজেলা পর্যায়ে আরো ৪টি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র নির্মাণ করা হবে বলেও জানান মন্ত্রী ইমরান।
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব আহমেদ মুনিরুছ সালেহীনের সভাপতিত্বে এতে স্বাগত বক্তব্য রাখেন জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর মহাপরিচালক (অতিরিক্ত সচিব) মো. শহীদুল ইসলাম।
বিএসডি/আইপি