জাককানইবি প্রতিনিধি:
জয় বাংলা ইয়ুথ এওয়ার্ড জয়ী বাংলাদেশের জাতীয় পর্যায়ের সংগঠন, ধ্রুবতারা ইয়ুথ ডেভেলপমেন্ট ফাউন্ডেশন তার অধীন ময়মনসিংহ বিভাগীয় শাখার ২০২২-২৩ সালের কমিটি অনুমোদন করেছে।
উক্ত কমিটিতে সভাপতি পদে থাকছে, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় এর ২০১৭-১৮ সেশনের ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের “মাহাবুবুল আলম মাহিন” এবং সাধারণ সম্পাদক পদে রয়েছে একই বিশ্ববিদ্যালয়ের “এনভায়রনমেন্টাল সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের” ২০১৮-১৯ সেশনের শিক্ষার্থী সাখাওয়াত হোসেন সাকিব।
উক্ত কমিটি ময়মনসিংহ বিভাগের বিভিন্ন জেলার ৩৫ সদস্য নিয়ে অনুমোদন দেওয়া হয়। সংগঠন কার্যক্রম গতিশীল এবং পরিশীলিত করার লক্ষ্যে এই কমিটি গঠন করা হয়৷
উক্ত কমিটিতে অন্যান্য পদের মধ্যে ভাইস প্রেসিডেন্ট হিসেবে রয়েছেন, স্বর্ণালি আক্তার সুইটি ও সানজিদা আক্তার নির্ঝণা, যুগ্ন সাধারণ সম্পাদক পদে রয়েছেন, উজ্জ্বল খান ও মোঃ আবু হানজালা রহমান, সাংগঠনিক সম্পাদক পদে আছেন উম্মুল খায়ের পূর্ণ ও অন্যান্য পদের মধ্যে আছেন মোশারফ হোসেন শান্ত, রবিউল ইসলাম, সানজিদা শাওরিন, স্বর্নালি আক্তার, প্রবাল তালুকদার, তাহমিদুর রহমান পাভেল, লামিয়াতুন নিসা প্রতিভা, তানভির হোসেন আকাশ, আব্দুল আওয়াল, তাকিব হাসান, পারভেজ মাতুব্বর, মাহবুবুর রহমান অনিক, ফাহিম মুনতাছির হিমেল, উৎস পাল, আলমগীর হোসেন, নিলয় সরকার, রাইসুল ইসলাম শান্ত, মোছাঃ মাসুমা খানম, ইমতিয়াজ ইভান, মাহমুদুল হাসান রিদয়, মোঃ জোনায়েদ, জুবায়ের সরকার অভি, সুকান্ত সরকার অনিক, শেখ মোঃ সোলেমান শান্ত, মুনমুন আহমেদ, আবু আইয়ুব আনসারী হামীম, তাসনোভা শাহরিন প্রিয়ন্তী, সাইয়্যাদ রাফি।
টেকসই আর্থ-সামাজিক উন্নয়নের লক্ষ্যে ২০০০ সালে নোয়াখালী জেলার বেগমগঞ্জ থানায় কার্যক্রম শুরু করে ধ্রুবতারা ইয়ুথ ডেভেলপমেন্ট ফাউন্ডেশন। বর্তমান সংগঠন্টির সারাদেশে সদস্যসংখ্যা ৩৮,০০০ এরও অধিক। একইসাথে দেশের ৪৪ টি জেলায় ধ্রুবতারা তার সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে।
বিএসডি/ফয়সাল