বর্তমান সময় ডেস্কঃ
স্পেনের রাজধানী মাদ্রিদে চলছে রঙিন আলোর খেলা, মেতেছেন শহরবাসী। বর্ণিল আলোয় সেজেছে ঐতিহাসিক স্থাপনাগুলো। দেখে মনে হয়, এ যেন আলোর শহর। চলছে বার্ষিক আলোকসজ্জা উৎসব। আসছে নতুন বছরকে স্বাগত জানাতে বর্ণিল সাজে সেজেছে স্পেনের রাজধানী মাদ্রিদ। ২০২৩ সালকে বিদায় জানিয়ে নতুন বছর ২০২৪-কে বরণ করে নিতেই এ আয়োজন।
গেল ১ ডিসেম্বর থেকে মাদ্রিদের ছোট-বড় রাস্তাঘাট, প্লাজাগুলোকে বর্ণিল সাজে সাজতে দেখা গেছে। স্পেনের রাজধানী মাদ্রিদের জিরো পয়েন্ট খ্যাত সল,বানকো দে স্পানিয়া, সিভিলেস, রেতিরো, আতুচা, সেভিয়া, কনদে দে কোসাল, প্লাজা মাইয়র এলাকাগুলো ঘুরে করে আলোকসজ্জার মাধ্যমে করা বাহারি ডিজাইন দেখলে যেন নয়ন জুড়িয়ে যায়।
জানা যায়, ডিসেম্বর মাসে স্প্যানিশরা অতিরিক্ত খরচ করতে, কেনা কাটা করতে পছন্দ করেন এবং আনন্দ ফুর্তি করে দিন কাটান। আবার এ মাসেই তারা দ্বিগুণ বেতন পান বলে জানা যায়। ডিসেম্বর মাসের ২৫ তারিখ হচ্ছে খ্রীষ্টিয় ধর্মের ক্রিসমাস বা বড়দিন। এ দিন রাতে স্প্যানিশরা পরিবারের সঙ্গে সময় কাটান এবং একসঙ্গে বাসায় নৈশভোজ করেন। এ দিনগুলো তারা ব্যাপক আনন্দের সঙ্গে উদযাপন করেন। আবার ৩১ ডিসেম্বর রাতে তারা ১২টি আঙ্গুর খেয়ে পুরোনো বছরকে বিদায় জানিয়ে নতুনভাবে নতুন বছরকে স্বাগত জানান।
বিএসডি/আরপি