বিনোদন ডেস্ক:
শীত আসার সঙ্গে দেশজুড়ে শুরু হয়েছে কনসার্টের মৌসুম। একক সংগীতশিল্পী কিংবা ব্যান্ডের গানে মেতে উঠছে বিভিন্ন অঞ্চলের তরুণ-যুবারা। এবার নরসিংদী জেলা মাতাতে যাচ্ছে বেশ কয়েকটি ব্যান্ড। এর মধ্যে মূল আকর্ষণ হলো ‘অ্যাশেজ’ ও ‘অ্যাডভার্ব’।
তরুণ প্রজন্মের সফলতম ব্যান্ড ‘অ্যাশেজ’। একাধিক অ্যালবাম ও বেশ কিছু গান উপহার দিয়ে নিজস্ব শ্রোতা তৈরি করে নিয়েছেন তারা। করোনার বিরতি কাটিয়ে গত অক্টোবরে ব্যান্ডটি কনসার্টে ফিরেছে। এরপর থেকে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় নিয়মিত শো করছে জুনায়েদ ইভানের দল। গত ১৮ ডিসেম্বরই ব্যান্ডটি মাতিয়েছে মুন্সীগঞ্জ জেলা।
অন্যদিকে ‘অ্যাডভার্ব’ ব্যান্ডটিও তৈরি করেছে দারুণ সম্ভাবনা। এ পর্যন্ত তাদের চারটি গান প্রকাশিত হয়েছে। সবগুলোই শ্রোতাপ্রিয়তা পেয়েছে।
মুজিববর্ষ ও বিজয়ের সুবর্ণজয়ন্তী উপলক্ষে ব্যান্ড দুটি যাচ্ছে নরসিংদীতে। সেখানকার জেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে ব্যান্ড মিউজিক অ্যাসোসিয়েশনের উদ্যোগে উন্মুক্ত কনসার্টটি অনুষ্ঠিত হবে। পাশাপাশি থাকছে গুণীজন সংবর্ধনা।
আগামী ২২ ডিসেম্বর (বুধবার) বেলা তিনটায় এ সংবর্ধনা অনুষ্ঠিত হবে। এর আগে সকাল ১০টা থেকে থাকছে ‘রক্ত ডট ও আর জি’-এর সৌজন্যে ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্প। নিউ সুফিয়া প্রাইভেট হাসপাতালের সৌজন্যে ফ্রি মেডিক্যাল ক্যাম্প, দারিদ্রের হোটেল ফেসবুক গ্রুপের সৌজন্যে পথ শিশুদের মাঝে খাদ্য বিতরণ কর্মসূচি।
অ্যাশেজ’ ও ‘অ্যাডভার্ব’ ছাড়া এ কনসার্টে আরও পারফর্ম করবে একতারা, উপাখ্যান, রেট্রো, অ্যালগরিদম, ভিসুভিয়াস, অ্যাগ্রেসিভ, ওয়ার, অ্যাস্থেটিক, ডাই অ্যান্ড ক্রাই। এছাড়া একক শিল্পী হিসেবে থাকছেন ইমরান, বাবু ও নাফি।
বিএসডি/জেজে